বঙ্গ-নিউজ ডটকমঃ প্রীতি জিনতাসাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার শ্লীলতাহানির মামলা দায়ের করার দিন থেকেই নানা প্রশ্ন উঠেছে। অবশেষে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে সেসব প্রশ্নের উত্তর দিলেন তিনি। প্রীতি জানান, তার অত্যন্ত কাছের মানুষটি তাকে দিনের পর দিন ভয় দেখাতেন। হুমকিও দিতেন। অপমান আর নিগ্রহের পারদ এতটাই চড়ে যায়, পুলিশের কাছে যাওয়া ছাড়া তার সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। আর সে কারণেই প্রীতি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আর মুখ বুজে থাকা সম্ভব হচ্ছিল না’।
১২ জুন মেরিন ড্রাইভ থানায় গিয়ে নেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রীতি। বৃহস্পতিবার তিনি জানান, সেই ঘটনার পর থেকেই সাধারণ মানুষ, বন্ধু এবং সংবাদমাধ্যমের কাছ থেকে এমন কিছু প্রতিক্রিয়া পেতে শুরু করেন, যা দেখে স্তম্ভিত তিনি। তার অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের কাছে প্রকৃত ঘটনাটা তুলে ধরতেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুককেই বেছে নিয়েছেন প্রীতি। ফলও মিলেছে হাতেনাতে। কয়েক ঘণ্টার মধ্যে এতে প্রায় আট হাজার ‘লাইক’ পড়েছে।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রচ- মানসিক আর নৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে গত কয়েকটা দিন আমার যাচ্ছে। আমাদের দেশে মহিলাদেরই সব কিছু মেনে নিতে হয়। সত্যিটা কী, তা জেনেও মুখ বুজে থাকতে হয়।’ অনেকেই প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির জন্য প্রীতিকেই দুষছেন। তাদের জন্য প্রীতির জবাব, ‘২০০৯ সালে আমাদের সম্পর্কটা আমি-ই ভেঙে দিই। তারপর থেকে যা কিছু হয়েছে, তার জন্য তো আমি কখনো পুলিশের কাছে যাইনি। কিন্তু সম্পর্ক ভাঙার ছ’বছর পর বিষয়টা আর ব্যক্তিগত থাকে না।’
প্রীতি জানিয়েছেন, টাকা-পয়সা নিয়ে নেসের সঙ্গে তার কোনো ঝামেলা হয়নি। ‘কিংকস ইলেভেন পাঞ্জাব’ কেনার সময় তার কাছ থেকে পাঁচ কোটি টাকা ধার নিয়েছিলেন নেস। কয়েক মাস পর অবশ্য তা তিনি শোধও করে দেন। তার দিক থেকে প্রতিহিংসারও কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন প্রীতি। তার কথায়, ‘জীবন এগিয়ে চলে। মানুষ এগিয়ে চলে। আমিও তাই। যা করি, খুশি মনেই করি।’
খেলার মাঠের আসন নিয়ে বাকবিত-া প্রসঙ্গে প্রীতি জানান, তিনি নিজের কোটার আসনগুলোই অন্যদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। আসনের জন্য কাউকে অপমান করার কোনো প্রশ্নই ওঠে না। তার কথায়, ‘এক সময় বলিউডের অনেক জনপ্রিয় ছবির নায়িকা ছিলাম। অনেক পুরস্কার পেয়েছি। সস্তা প্রচারের লোভে এসব করা আমার ধাতে নেই।’ কেন অভিযোগ জানানোর পরেই আমেরিকায় চলে গিয়েছিলেন? এ প্রসঙ্গে তিনি জানান, কাজের খাতিরেই তাকে সে সময় মার্কিন মুলুকে থাকতে হচ্ছিল। তিনি লেখেন, ‘যে মুহূর্তে মুম্বাই পুলিশ তদন্তের কাজে ডেকেছে, তখনই দেশে ফিরে এসেছি। বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে। আর কিছু দিনের মধ্যেই সব সত্যি বেরিয়ে আসবে।’
প্রীতির দাবি, কাউকে আঘাত করতে নয়, শুধু আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখতেই এত কিছু করেছেন তিনি। দীর্ঘ পোস্টটি শেষ করেছেন তাদের শ্রদ্ধা জানিয়ে, যারা নারী-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সম্মান জানান নারী-শক্তিকে। প্রীতির কথায়, ‘আপনারাই আমাদের নায়ক।’ এদিকে, বৃহস্পতিবারই প্রথমবার এ বিষয়ে মুখ খোলেন নেস। মুম্বাই পুলিশের কাছে পাঠানো একটি চিঠিতে তিনি জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে। তিনি এমন ন’জনের নামও পুলিশকে দিয়েছেন, ঘটনার সময় যারা ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, দু’একদিনের মধ্যেই রেকর্ড করা হতে পারে নেসের বয়ান।
মুখ খুললেন প্রীতি জিনতাবিনোদন ডেস্ক প্রীতি জিনতাসাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার শ্লীলতাহানির মামলা দায়ের করার দিন থেকেই নানা প্রশ্ন উঠেছে। অবশেষে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে সেসব প্রশ্নের উত্তর দিলেন তিনি। প্রীতি জানান, তার অত্যন্ত কাছের মানুষটি তাকে দিনের পর দিন ভয় দেখাতেন। হুমকিও দিতেন। অপমান আর নিগ্রহের পারদ এতটাই চড়ে যায়, পুলিশের কাছে যাওয়া ছাড়া তার সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। আর সে কারণেই প্রীতি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আর মুখ বুজে থাকা সম্ভব হচ্ছিল না’।
১২ জুন মেরিন ড্রাইভ থানায় গিয়ে নেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রীতি। বৃহস্পতিবার তিনি জানান, সেই ঘটনার পর থেকেই সাধারণ মানুষ, বন্ধু এবং সংবাদমাধ্যমের কাছ থেকে এমন কিছু প্রতিক্রিয়া পেতে শুরু করেন, যা দেখে স্তম্ভিত তিনি। তার অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের কাছে প্রকৃত ঘটনাটা তুলে ধরতেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুককেই বেছে নিয়েছেন প্রীতি। ফলও মিলেছে হাতেনাতে। কয়েক ঘণ্টার মধ্যে এতে প্রায় আট হাজার ‘লাইক’ পড়েছে।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রচ- মানসিক আর নৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে গত কয়েকটা দিন আমার যাচ্ছে। আমাদের দেশে মহিলাদেরই সব কিছু মেনে নিতে হয়। সত্যিটা কী, তা জেনেও মুখ বুজে থাকতে হয়।’ অনেকেই প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির জন্য প্রীতিকেই দুষছেন। তাদের জন্য প্রীতির জবাব, ‘২০০৯ সালে আমাদের সম্পর্কটা আমি-ই ভেঙে দিই। তারপর থেকে যা কিছু হয়েছে, তার জন্য তো আমি কখনো পুলিশের কাছে যাইনি। কিন্তু সম্পর্ক ভাঙার ছ’বছর পর বিষয়টা আর ব্যক্তিগত থাকে না।’
প্রীতি জানিয়েছেন, টাকা-পয়সা নিয়ে নেসের সঙ্গে তার কোনো ঝামেলা হয়নি। ‘কিংকস ইলেভেন পাঞ্জাব’ কেনার সময় তার কাছ থেকে পাঁচ কোটি টাকা ধার নিয়েছিলেন নেস। কয়েক মাস পর অবশ্য তা তিনি শোধও করে দেন। তার দিক থেকে প্রতিহিংসারও কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন প্রীতি। তার কথায়, ‘জীবন এগিয়ে চলে। মানুষ এগিয়ে চলে। আমিও তাই। যা করি, খুশি মনেই করি।’
খেলার মাঠের আসন নিয়ে বাকবিত-া প্রসঙ্গে প্রীতি জানান, তিনি নিজের কোটার আসনগুলোই অন্যদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। আসনের জন্য কাউকে অপমান করার কোনো প্রশ্নই ওঠে না। তার কথায়, ‘এক সময় বলিউডের অনেক জনপ্রিয় ছবির নায়িকা ছিলাম। অনেক পুরস্কার পেয়েছি। সস্তা প্রচারের লোভে এসব করা আমার ধাতে নেই।’ কেন অভিযোগ জানানোর পরেই আমেরিকায় চলে গিয়েছিলেন? এ প্রসঙ্গে তিনি জানান, কাজের খাতিরেই তাকে সে সময় মার্কিন মুলুকে থাকতে হচ্ছিল। তিনি লেখেন, ‘যে মুহূর্তে মুম্বাই পুলিশ তদন্তের কাজে ডেকেছে, তখনই দেশে ফিরে এসেছি। বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে। আর কিছু দিনের মধ্যেই সব সত্যি বেরিয়ে আসবে।’
প্রীতির দাবি, কাউকে আঘাত করতে নয়, শুধু আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখতেই এত কিছু করেছেন তিনি। দীর্ঘ পোস্টটি শেষ করেছেন তাদের শ্রদ্ধা জানিয়ে, যারা নারী-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সম্মান জানান নারী-শক্তিকে। প্রীতির কথায়, ‘আপনারাই আমাদের নায়ক।’ এদিকে, বৃহস্পতিবারই প্রথমবার এ বিষয়ে মুখ খোলেন নেস। মুম্বাই পুলিশের কাছে পাঠানো একটি চিঠিতে তিনি জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে। তিনি এমন ন’জনের নামও পুলিশকে দিয়েছেন, ঘটনার সময় যারা ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, দু’একদিনের মধ্যেই রেকর্ড করা হতে পারে নেসের বয়ান। - See more at: http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=884&cat_id=1&menu_id=63&news_type_id=1&index=0&archiev=yes&arch_date=04-07-2014#sthash.684IS2ih.dpuf
বাংলাদেশ সময়: ১৫:৪৩:২৬ ৫০৭ বার পঠিত