গাজীপুরে ডায়িং কারখানাকে ৭৬ লাখ টাকা জরিমানা

Home Page » সংবাদ শিরোনাম » গাজীপুরে ডায়িং কারখানাকে ৭৬ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ৪ জুলাই ২০১৪



gazipur-tm.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনার মাধ্যমে পরিবেশের ক্ষতি করায় গাজীপুরের একটি ডায়িং কারখানাকে ৭৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার ঢাকায় অধিদপ্তরের কার্যালয়ে কারখানাটির মালিকপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি নিয়ে ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এ জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সদর উপজেলার ভবানীপুরে অবস্থিত কারখানাটি ২০০৮ সাল থেকে পরিবেশ ছাড়পত্র ও ইটিপি স্থাপন ছাড়াই পরিচালিত হচ্ছিল।

তাছাড়া বন অধিদপ্তরের অনুমতি ছাড়া শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষিদ্ধ মোহনা ভবানীপুর মৌজায় ভাওয়াল জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য ও সংবেদনশীল পরিবেশের ক্ষতিসাধন করার অপরাধে কারখানাটিকে এ জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরো বলা হয়, এর আগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট এবং গাজীপুর জেলা কার্যালয় টিম কারখানাটি তিন বার পরিদর্শন শেষে শুনানিতে ডাকলে কারখানা কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে আপিল করে শুনানি স্থগিত করে।

গত ২৯ জানুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয় আপিল খারিজ করে দিলে কারখানা মালিককে চূড়ান্ত নোটিস দেয়া হয়।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার কারখানার মালিকের পক্ষে কমার্শিয়াল অফিসার তানভীর আহমেদ শুনানিতে হাজির হন।

শুনানিতে তানভীর আহমেদ অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেন বলে জানানো হয়েছে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১০:৩৩:৪০   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ