বিশ্বকাপে আসছেন শাকিরা

Home Page » এক্সক্লুসিভ » বিশ্বকাপে আসছেন শাকিরা
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০১৪



sakira.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ শুরুতে না থাকলেও ব্রাজিল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে আসছেন শাকিরা। আগামী ১৩ জুলাই রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে জমকালো সঙ্গীত অনুষ্ঠানে তিনি গাইবেন, ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’।দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে শাকিরার আনুষ্ঠানিক উদ্বোধনী সঙ্গীতটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এবার ব্রাজিলের বিশ্বকাপ আয়োজকরা আনুষ্ঠানিক উদ্বোধনী সঙ্গীতের জন্য বেছে নেয় জেনিফার লোপেজ, পিটবুল ও ক্লদিয়া লেইতেকে। তবে বিশ্বজুড়ে শাকিরার ‘লা লা লা’ জনপ্রিয়তায় ছাড়িয়ে যায় তাদের গাওয়া ‘ওলে ওলা’কে। এ কারণেই হয়ত সমাপনী অনুষ্ঠানটা জমিয়ে তুলতে তাকে রিওতে নিয়ে আসছে আয়োজকরা।

তৃতীয় বারের মতো বিশ্বকাপে আসতে পেরে দারুণ খুশি কলম্বিয়ার এই সঙ্গীত শিল্পী।

“বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে আমার লা লা লা গানটি গাইতে পারব বলে খুব রোমাঞ্চিত। সঙ্গত কারণেই ফুটবলের সঙ্গে আমার গভীর একটা সম্পর্ক আছে। আমি বুঝতে পারি, আমার মতোই এত মানুষের কাছে বিশ্বকাপ মানে কি।”

শ্রোতা-দর্শকরা তার গানটি খুব ভালোভাবে নিয়েছে বলেও খুশি শাকিরা।

“এই বছর ব্রাজিলে ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গাইতে পারার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। শ্রোতারা এই গানটি বিপুল সমর্থন দিয়েছে। তাদের জন্য এটি পরিবেশনের জন্য আমার তর সইছে না।”

শাকিরার ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গানের মিউজিক ভিডিওর পুরোটা জুড়েই আছে ফুটবল, আছে মেসি ও নেইমারের উচ্ছ্বাস। তাদের বার্সেলোনা সতীর্থ সেস ফাব্রেগাসও আছেন। আর শাকিরার ছেলের বাবা বার্সা ডিফেন্ডার জেরার্দ পিকে তো আছেনই।

শাকিরার নিজের দেশের তারকা ফরোয়ার্ড রাদামেল ফালকাও, ফ্রান্সের এরিক আবিদাল আর আর্জেন্টিনার সের্হিও আগুয়েরোও রয়েছেন মিউজিক ভিডিওটিতে।

রিওতে অবশ্য ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গানটিতে শাকিরার সঙ্গে অংশ নেবেন ব্রাজিলের শিল্পী কার্লিনিয়োস ব্রাউন।

রিও দে জেনেইরোতে সমাপনীর আনুষ্ঠানিক সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তি গিটারিস্ট ও কন্ঠশিল্পী সান্তানা। তার সঙ্গে থাকবেন সুইডেনের ইলেক্ট্রো ডিজে আভিচি, হাইতিয়ান-আমেরিকান র‌্যাপার ওয়াইক্লেফ এবং ব্রাজিলের গ্র্যামিজয়ী শিল্পী আলেসান্দ্রে পিরেস।

এই কজন মিলে যে সঙ্গীতটি পরিবেশন করবেন, সেটির শিরোনাম ‘দার উম জেইতো’ পর্তুগিজ ভাষায় এই বাক্যটির বাংলা অর্থ-আমরা পথ খুঁজে নেব।

ব্রাজিলের তারকা সঙ্গীত শিল্পী ইভেতে সানগালো অনুষ্ঠানে ব্রাজিলিয়ান সঙ্গীত পরিবেশন করে স্থানীয় একটি আবহ নিয়ে আসবেন।

অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকবে রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যও।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৩৫   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ