ব্যাটারিচালিত রিকশা ঢাকা-চট্টগ্রামে নিষিদ্ধ

Home Page » প্রথমপাতা » ব্যাটারিচালিত রিকশা ঢাকা-চট্টগ্রামে নিষিদ্ধ
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০১৪



easybike_bettary.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধের রায় দিয়েছে হাই কোর্ট।
এই দুই সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলকে বন্ধ করতে পাঁচটি রিট আবেদন হয়েছিল হাই কোর্টে।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ বৃহস্পতিবার সবগুলো আবেদন খারিজের রায় দেয়।

এর ফলে এই দুই মহানগরে প্যাডেলচালিত সাধারণ রিকশার বাইরে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলের সুযোগ থাকল না বলে আইনজীবীরা জানিয়েছেন।

তবে ইঞ্জিনচালিত হিসাবে বিআরটিএ এ ধরনের বাহনকে চলাচলের অনুমতি দিতে পারবে কি না- তার জবাব দিতে পারেননি আইনজীবীরা।

ঢাকা সিটি কর্পোরেশনে পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার তৌফিক ইনাম ও অ্যাডভোকেট নাজমুল হক এবং চট্টগ্রাম সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার মহিউদ্দিন শামিম।

রুহুল কুদ্দুস কাজল  বলেন, “মহানগরীতে রিকশা চলাচলের অনুমতি দিয়ে থাকে সিটি কর্পোরেশন। সেটা সাধারণ প্যাডেলচালিত রিকশা।

“কিন্তু বেশ কিছুদিন যাবত কিছু ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা ঢাকা ও চট্টগ্রামে চলতে শুরু করে। এদের অনেকে সিটি কর্পোরেশনে চলাচলে অনুমতির আবেদনও করে। অনুমতি না থাকায় এদের বিরুদ্ধে মাঝে মাঝে উচ্ছেদ অভিযানও চলতে থাকে।”

এর মধ্যেই গত জানুয়ারিতে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা মালিকদের সংগঠন হাই কোর্টে রিট আবেদন করে। এতে অভিযোগ করা হয়, তাদের অনুমতির আবেদন সিটি কর্পোরেশনগুলো নিষ্পত্তিই করে না।

রুহুল কুদ্দুস বলেন, “রুল জারির পর তাদের আবেদনগুলো নিষ্পত্তি করে দুই সিটি কর্পোরেশন হাই কোর্টকে জানায় বিদ্যমান আইনে এ ধরনের রিকশা চলাচলের অনুমতি দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

“যেহেতু রিট দুই শহরকে নিয়ে হয়েছে তাই সেগুলো নিয়েই আদেশ হয়েছে বলে ধরা হচ্ছে। বিস্তারিত রায়ে সব শহরকেও যুক্ত করতে পারে আদালত।”

বাংলাদেশ সময়: ১৭:১৮:১১   ৫৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ