ডিসিদের হাতে পত্রিকা বন্ধের ক্ষমতা দেওয়া যাবে না

Home Page » আজকের সকল পত্রিকা » ডিসিদের হাতে পত্রিকা বন্ধের ক্ষমতা দেওয়া যাবে না
মঙ্গলবার, ১ জুলাই ২০১৪



image_57514_0.jpgডেস্করিপোর্টঃসংবাদপত্র বন্ধ করতে জেলা প্রশাসকদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে তা রাজনৈতিক উদ্দেশে ব্যবহার হবে বলে সংসদে জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবা। তাই বাতিলকৃত ক্ষমতা ফিরিয়ে দিয়ে সংবাদপত্রের কণ্ঠরোধ করা যাবে না বলেও জানান তিনি। জাতীয় পার্টির এই সদস্য জেলাপ্রশাসকদের হাতে পত্রিকা বন্ধের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি এ কথা বলেন। পীর ফজলুর রহমান মিসবা বলেন, আজকে সংবাদপত্রে দেখলাম, সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য জেলা প্রশাসকদের হাতে এক সময় যে ক্ষমতাটি ছিলো এবং সেই জেলা প্রশাসককের কাছে সংবাদপত্র বন্ধের ক্ষমতা ফিরিয়ে দিতে আবার উদ্যোগ নেওয়া হয়েছে।আমরা জানি যে, অনেক সংবাদপত্রকে ব্যবহার করে ৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে দেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মৌলবাদি শক্তির উত্থাণ ঘটানোর চেষ্টা করা হয়েছে। সে কারণে জেলা প্রশাসকের হাতে আবার বাতিলকৃত ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ ঠিক হবে না। কারণ আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩ এর মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেখানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে। যা ৭১ সালের মহান রক্তাক্ত স্বাধীনতার মাধ্যমে অর্জনের মাধ্যমে সংবিধানের মেলিক অধিকার বঞ্চিত করা হবে। সংবাদপত্র বন্ধের জন্য যদি জেলা প্রশাসকদের ক্ষমতা দেওয়া হয় তাহলে বার বার রাজনৈতিক হস্তক্ষেপ হবে। অনেক জেলা পরিষদ থেকেও পত্রিকা প্রকাশ করা হয়।

সরকারি দলের নেতার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ হলেই দেখা যাবে জেলা প্রশাসকের মাধ্যমে সে সংবাদপত্রটির হস্তক্ষেপ করে পত্রিকাটি বাতিল করা হবে। কাজেই সংসদ সদস্য হিসেবে এই প্রক্রিয়ার বিরোধীতা করে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। সংবাদপত্রের স্বাধীনতার জন্য তথ্যমন্ত্রীর অনেক অবদান রয়েছে। আমাদের বেতার-টিভির স্থায়ত্বশাসনের কথা বলা হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। কাজেই জেলা প্রশাসকের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে আর কণ্ঠরোধ করা যাবে না। আমি এর তীব্র বিরোধীতা করছি।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:১৬   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ