সাভার হত্যাকাণ্ড পরিকল্পিত

Home Page » প্রথমপাতা » সাভার হত্যাকাণ্ড পরিকল্পিত
শনিবার, ৪ মে ২০১৩



image_38109.jpgবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাভার হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে বলেছেন, সাভারে ভবন ধসে আহত শ্রমিকদের চিকিত্সা দেয়া হচ্ছে না। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে আয়োজিত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশ ১৩ শর্তে গতকাল শুক্রবার এ সমাবেশের অনুমতি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে সাংবাদিক সম্মেলনে সব দলের নির্বাচিত এমপিদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, সে সম্পর্কে আজকের সমাবেশে জবাব দেবেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান সম্পর্কেও তিনি দল ও জোটের অবস্থান ব্যক্ত করবেন।

জানা গেছে, আজকের সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সংলাপের উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবেন ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। একইসঙ্গে এই দাবি মেনে নেয়ার জন্য তিনি সরকারকে দ্বিতীয় দফায় আল্টিমেটাম দিয়ে সময়সীমা বেঁধে দিতে পারেন। এছাড়াও নির্দলীয় সরকারের দাবি আদায়ে বিভাগীয় শহরগুলোতে মহাসমাবেশসহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করতে পারেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে গত বছরের ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত জনসমাবেশ থেকে তত্ত্বাবধায়ক পুনর্বহালে সরকারকে ঐ বছরের ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে প্রথমবারের মত আল্টিমেটাম দেন খালেদা জিয়া।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ইত্তেফাককে বলেন, আজকের সমাবেশ থেকে কঠোর কর্মসূচিও আসতে পারে। সরকার যদি নির্দলীয় সরকারের দাবি না মানে তাহলে অসহযোগ আন্দোলনের দিকেই আমাদের যেতে হবে। তবে কখন থেকে এই আন্দোলন শুরু হবে তা নির্ভর করবে পরিস্থিতির ওপর।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫১   ৫১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ