হয়তবা সেও পরিচিত কোন মুখের সন্ধানে তাকিয়ে আছে

Home Page » এক্সক্লুসিভ » হয়তবা সেও পরিচিত কোন মুখের সন্ধানে তাকিয়ে আছে
সোমবার, ৩০ জুন ২০১৪



9.jpgজামাল পুর প্রতিনিধিঃ থুড়ী বাঘাডোবা‘র অধিবাসী  মোঃ মফিজ উদ্দিন (৫০)। সকলের পরিচিত এক মুখ। শ্রবণ ও বাকপ্রতিবন্ধী। দা আর বাঁশ জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম তার। প্রয়োজনে বা অপ্রয়োজনে গ্রামের প্রতিটি ঘরেই তার বিচরণ। যে সকল ঘরে বাঁশের আসবাবপত্রাদি ব্যবহৃত হয় তার অধিকাংশই এই প্রতিবন্ধীর হাতে গড়া। দিন মজুরের কাজ করেই পাঁচ সদস্য বিশিষ্ট পরিবরের ভার বহন করতে হয়। কাজের এক অবসরে ঢাকায় স্বপরিবারে বেড়াতে আসে। প্রথমে চান্দনায় বড় মেয়ে রহিমার বাসায়। দিনকয়েক পর মহানগর বাসে বাড়ী ফেরার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে টাঙ্গাইল বাসস্ট্যান্ডে বাস থামালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে একটু আড়ালে যায়। ফিরতে সামান্য বিলম্ব করে ফেললে বাস ছেড়ে দেয় জামালপুরের উদ্দেশ্যে। এদিকে মফিজের স্ত্রী ‘আজেনা’ বাস চালককে বাস থামাতে বললেও বাস না থামিয়ে আরও গতি বাড়াতে থাকে। হইতবা বাস চালক আজেনার কথা শুনতে পায়নি। দেড় দুই কিলোমিটার পর যাত্রীদের অনুরুধে বাস থামালে পুনরায় টাঙ্গাইল বাসস্ট্যান্ডে এসেও কোন লাভ হয় না। হয়তবা পথ না চিনে অন্য কোন বাসকে জামালপুরগামী বাস মনে করে কোন অচেনা জায়গায় পাড়ি দিয়েছে। পরবর্তিতে টাঙ্গাইল বাসস্ট্যান্ডের আশপাশের গ্রামে মাইকিং করা হয়। তাতেও তার সন্ধান পাওয়া যায়নি। এটি ২০১২ ইংরেজি সালের জুলাই মাসে ঘটে যাওয়া ঘটনা। আজবধি তার কোন হদিস মেলেনি। কথা বলতে পারে না, শুনতে পারে না, না জানি সে কোথায় কি করছে। বাড়ি আসার জন্য কতই না ছটফট করছে। হয়তবা পরিচিত কোন মুখের সন্ধানে তাকিয়ে আছে, কাওকে পেলেই জড়িয়ে ধরবে, বাড়ি না আসা পর্যন্ত  ছাড়বেই না। গ্রামের ঘরে ঘরে তার স্মৃতি জড়িয়ে আছে আসবাবপত্রে। তার গড়া কোন জিনিস ব্যবহার করতে গেলে শুধু তার কথাই নয় তার পরিবারের সকলের দুরাবস্থার কথাও মনে পড়ে।

আজেনা(০১৯২৯-৮২৬৫৬১), ০১৯১৩১৩৬২৮৭। গ্রাম+পোঃ- থুড়ী বাঘাডোবা, থানা: মেলান্দহ, জেলা: জামালপুর।

বাংলাদেশ সময়: ১:০১:৩৭   ৫৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ