মোস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব গ্রহণ

Home Page » এক্সক্লুসিভ » মোস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব গ্রহণ
শুক্রবার, ২৭ জুন ২০১৪



বঙ্গ-নিউজ :আ হ ম মোস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাদশ সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় বাংলাদেশের কারো সভাপতির দায়িত্ব গ্রহণ এটাই প্রথম। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এন শ্রীনিবাসন সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মোস্তফা কামাল এক বছরের জন্য ওই দায়িত্ব থাকবেন। বৃহস্পতিবার মেলবোর্নে সংস্থার বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।49464_icc.jpg

সম্মেলনে তিনি বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় ও ঐতিহাসিক দিন। ১৪ বছর আগে এই দিনে বাংলাদেশ ১০ টেস্ট প্লেয়িং দেশ হয়েছিল। আজ বাংলাদেশ আইসিসির একাদশ সভাপতি হলো। বাংলাদেশ ও আমাকে এই সম্মান দেয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এদিকে আইসিসি সংস্কার পরিকল্পনা এই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এর ফলে সংস্থাটিতে ‘বিগ থ্রি’ তথা ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হলো। সভায় এন শ্রীনিবাসনকে সংস্থার শক্তিধর চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, দুর্নীতির কারণে ভারতের সুপ্রিম কোর্ট তাকে বোর্ড থেকে অপসারিত করেছিল।

 যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।

বাংলাদেশ সময়: ২০:৫৪:১০   ৩৭৭ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ