নতুন করে দল সাজাবে বার্সা-রিয়াল

Home Page » খেলা » নতুন করে দল সাজাবে বার্সা-রিয়াল
শনিবার, ৪ মে ২০১৩



2013-05-04-06-15-48-5184a794460d1-real-berca-image.jpgইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে স্পেনের শীর্ষস্থানীয় দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ সমর্থকেরা কোনোভাবেই মেনে নিতে পারছে না দলের এই হতাশাজনক ব্যর্থতা। বিক্ষুব্ধ সমর্থকদের তোপের মুখে তাই এবার নতুনভাবে দল সাজানোর কথা ভাবতে শুরু করেছেন বার্সা-রিয়ালের কর্তাব্যক্তিরা।
সমর্থকদের ক্ষোভের তোড় সান্টিয়াগো বার্নাব্যুর চেয়ে ন্যু ক্যাম্পেই বেশি। কারণ, দুই লেগের সেমিফাইনালে বুরুসিয়ার বিপক্ষে তা-ও কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিল রিয়াল মাদ্রিদ। বুরুসিয়ার কাছে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের হার নিয়ে বিদায় নিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। অন্যদিকে জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে কাতালানরা হেরেছে ৩-০ গোলে। সদ্য শেষ হওয়া দ্বিতীয় লেগের সেমিফাইনালের পর সমর্থকদের চোখে খলনায়ক সাব্যস্ত হয়েছেন চারজন—সেস ফেব্রিগাস, অ্যালেক্সিস সানচেজ, দানি আলভেজ ও ডেভিড ভিয়া। বার্সা কোচ টিটো ভিলানোভাও স্বীকার করে নিয়েছেন, দলে এবার নতুন রক্তসঞ্চালন প্রয়োজন। এটা হয়তো ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় এই ক্লাবকে ঢেলে সাজানোরই ইঙ্গিত। তবে সমর্থকদের কুনজরে পড়তে হচ্ছে না লিওনেল মেসিকে। বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে তাঁর মাঠে না নামা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে সবকিছুর ঊর্ধ্বেই স্থান দিচ্ছে বার্সেলোনার সমর্থকেরা।
অন্যদিকে রিয়াল মাদ্রিদে এসেছে পরিবর্তনের আভাস। সেমিফাইনালে ব্যর্থতার ময়নাতদন্ত করতে গিয়ে কাটছাঁটের বন্দোবস্ত করছেন ক্লাবের কর্মকর্তারা। আপাতত ১৭ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাঁদের ফেলা হতে পারে বাতিলের খাতায়। এর মধ্যে রয়েছেন কাকা, পেপে, ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইনের মতো তারকা খেলোয়াড়ও।

বাংলাদেশ সময়: ১৮:০৫:০১   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ