নিজামীর রায়কে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা

Home Page » আজকের সকল পত্রিকা » নিজামীর রায়কে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা
সোমবার, ২৩ জুন ২০১৪



ডেস্ক নিউজ

image_55426_01.jpgডেস্ক নিউজঃমানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সোমবার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের চিত্র লক্ষ করা গেছে।
এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মীর রেজাউল করিম বলেন, ‘নিজামীর রায় ঘোষণা উপলক্ষে রাজধানীজুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জনবহুল এলাকাতেও পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, নিজামীর রায় ঘোষণা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার রায়ের দিন রাজধানীসহ সারা দেশে র‌্যাব সতর্কবস্থায় থাকবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব সব সময় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
ডিএমপির মিডিয়া বিভাগের সহকারী কমিশনার আবু ইউসুফ বলেন, ‘বিশেষ করে রাজধানীর ফার্মগেট, মগবাজার, পল্টন, খিলগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী, বাড্ডা, বাংলাবাজার ও ধানমন্ডি এলাকা পুলিশের কঠোর নজরদারীর মধ্যে থাকবে।’
মতিঝিল জোনের এসি সাইফুল ইসলাম বলেন, ‘রায় ঘোষণা উপলক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পল্টন ও মতিঝিল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। যেকোনো নাশকতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।’
নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা জানান রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন এবং পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলমও। তারা বলেন, ‘প্রতিটি টহল টিমকে সতর্ক করে দেওয়া হয়েছে। কেউ যেন কোনো নাশকতা না করতে পারে সে ব্যাপারেও আমরা সতর্ক রয়েছি।’

বাংলাদেশ সময়: ২২:৫১:৫২   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ