দেশে ২৩৩টি বিদেশি এনজিও কাজ করছে- শেখ হাসিনা

Home Page » আজকের সকল পত্রিকা » দেশে ২৩৩টি বিদেশি এনজিও কাজ করছে- শেখ হাসিনা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০১৪



image_54057_0.jpgডেস্করিপোর্টঃবর্তমানে বাংলাদেশে মোট ২৩৩টি বিদেশি এনজিও কাজ করছে বলে সংসদকে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, এসব এনজিওতে ৩৪২ জন বিদেশি নাগরিক এবং ১৫ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছে।
বুধবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর দেয়া তথ্য থেকে জানা যায়, বিদেশি ২৩৩টি এনজিও এর মধ্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মোট ৭০টি এনজিও রয়েছে। এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক এনজিও রয়েছে ৩৬টি এবং জাপান ভিত্তিক এনজিও’র সংখ্যা ১৯টি।
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো এনজিও বিদেশি নাগরিক নিয়োগ করতে চাইলে সংস্থার অর্গানোগ্রাম অথবা এনজিও বিষয়ক ব্যুরো অনুমোদিত প্রকল্পে বিদেশি বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগের সংস্থান থাকতে হয়। নিয়োগের শর্তানুযায়ী যথাযথভাবে বিদেশি নিয়োগ করা হয় এবং এনজিও বিষয়ক ব্যুরো ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে তারা এদেশে কাজ করে।’
শেখ হাসিনা বলেন, ‘অনেক ক্ষেত্রে বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন, সে ক্ষেত্রে কোনো বেতন-ভাতা গ্রহণ করেন না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিদেশি নাগরিক সংস্থার প্রধান কার্যালয় যে দেশে অবস্থিত সেই দেশ থেকে বেতন-ভাতা গ্রহণ করেন। প্রকল্পে অর্থের সংস্থান থাকলে বাংলাদেশের চলমান প্রকল্প থেকে বাংলাদেশি মুদ্রায় বেতন-ভাতা গ্রহণ করেন।’
বিদেশি এনজিওগুলো ক্ষেত্র বিশেষে সংস্থার কান্ট্রি ডিরেক্টর পদে এবং প্রকল্প কার্যক্রম কেবলমাত্র বিশেষজ্ঞদের বিদেশ থেকে নিয়োগ করে থাকে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংসদে দেয়া প্রধানমন্ত্রীর তথ্যানুযায়ি বাংলাদেশে বর্তমানে অষ্ট্রেলিয়া ভিত্তিক এনজিও’র সংখ্যা ১০টি, বেলজিয়াম ভিত্তিক ৩টি, কানাডা ভিত্তিক ৮টি, ডেনমার্ক ভিত্তিক ৫টি, ফিনল্যান্ড ভিত্তিক ২টি, ফ্রান্স ভিত্তিক ৮টি, জার্মান ভিত্তিক ৬টি, হংকং ভিত্তিক ২টি, ভারত ভিত্তিক ২টি, আয়ারল্যান্ড ভিত্তিক ১টি, ইতালি ভিত্তিক ৩টি, জাপান ভিত্তিক ১৯টি, কুয়েত ভিত্তিক ২টি, নেদারল্যান্ড ভিত্তিক ৯টি, নিউজিল্যান্ড ভিত্তিক ২টি, নরওয়ে ভিত্তিক ৪টি, কাতার ভিত্তিক ১টি, সৌদি আরব ভিত্তিক ৬টি, দক্ষিণ কোরিয়া ভিত্তিক ১১টি, স্পেন ভিত্তিক ৪টি, সুদান ভিত্তিক ১টি, সুইডেন ভিত্তিক ৬টি, সুইজারল্যান্ড ভিত্তিক ৯টি, থাইল্যান্ড ভিত্তিক ১টি, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ২টি, যুক্তরাজ্য ভিত্তিক ৩৬টি ও মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মোট ৭০টি।

বাংলাদেশ সময়: ৯:০৫:০১   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ