প্রতারণামূলক চিকিৎসা বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

Home Page » আজকের সকল পত্রিকা » প্রতারণামূলক চিকিৎসা বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে
বুধবার, ১৮ জুন ২০১৪



image_54060_0.jpgডেস্করিপোর্টঃসরকার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে প্রতারণামূলক হারবাল চিকিৎসা বন্ধের জন্য নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি বলেন, ‘প্রতারণামূলক হারবাল চিকিৎসার বিরুদ্ধে অভিযান পরিচালনাপূর্বক ঢাকাসহ দেশব্যাপী গত দেড় বছরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় চারকোটি ষাট লাখ একাত্তর হাজার ত্রিশ টাকা জরিমানা ও ১১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ৮৫ টি প্রতিষ্ঠান সীলগালা করা হয়েছে।’
বুধবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘প্রতারণামূলক হারবাল চিকিৎসা বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে সব প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- প্যারিস হোমিও কমপ্লেক্স (যাত্রবাড়ী), দেশ হার্বাল (ফার্মগেট), কলিকাতা হারবাল চেম্বার (কদমতলী), শাহী দাওয়াখানা (মালিবাগ) ইত্যাদি।’
প্রতারণামূলক হারবাল চিকিৎসার বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। সেই অনুযায়ী ঢাকা ও চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিট স্থাপন করা হয়েছে এবং অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালে পর্যায়েক্রমে বার্ণ ইউনিট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া পর্যায়ক্রমে প্রতিটি জেলা হাসপাতালেও বার্ণ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
আরেক সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন কোম্পানি নিন্মমানের ভেজাল ঔষধ বাজারজাত করছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে।’
একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঔষধের বাজার হতে নকল-ভেজালসহ সকল প্রকার অবৈধ ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধকল্পে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিয়মিতভাবে তদন্ত অভিযান পরিচালিত হয়ে আসছে।
এছাড়া ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও র‌্যাবসহ গঠিত বিভিন্ন মোবাইল কোর্টে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাগর ঔষধের অনিময়ের প্রতিরোধে নিয়মিতভাবে অভিযানে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৫১   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ