নারায়ণগঞ্জে কাপড়ের মার্কেটে আগুন পুড়ে গেছে শতাধিক দোকান

Home Page » জাতীয় » নারায়ণগঞ্জে কাপড়ের মার্কেটে আগুন পুড়ে গেছে শতাধিক দোকান
বুধবার, ১৮ জুন ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ image_86830_0.jpgনারায়ণগঞ্জের দেওভোগ কাটা কাপড়ের মার্কেটে বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শতাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব ঘরে তৈরি পোশাক বিক্রি ও পোশাক তৈরির কারখানা ছিল। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যার বেশিরভাগ পোশাক আসন্ন রোজা ও ঈদ উপলক্ষ্যে মজুদ করা ছিল। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন প্রায় ১০ জন।ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ২নং রেল গেট সংলগ্ন দেওভোগ কাপড়ের মার্কেট অবস্থিত যা কাটা কাপড়ের মার্কেট হিসেবেই পরিচিত। টিনসেট তৈরি এ মার্কেটে শতাধিক দোকানঘর রয়েছে। এসব ঘরে পাইকারিভাবে তৈরি পোশাক বিশেষ করে পাঞ্জাবি, হোসিয়ারি পণ্য (বাচ্চাদের কাপড়, বড়দের গেঞ্জি) বিক্রি করা হতো।

বুধবার ভোরে একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানগুলোতে কাপড় থাকায় ও বাতাসের কারণে মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পুড়তে থাকে একেকটি দোকান ঘর।

মার্কেটের লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও কাপড়ের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ব্যর্থ হয়। আগুন নেভাতে গিয়ে প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে টিনসেট ঘর ও কাপড়ের কারণে দমকল বাহিনীকেও আগুন নিভাতে বেশ বেগ পেতে হয়। এর মধ্যে প্রচণ্ড ধোঁয়ার কারণে মার্কেটের ভেতরে তারা প্রথমাবস্থায় প্রবেশ করতে পারেনি।

সকাল পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শতাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো বেশ কিছু দোকানে চাপা আগুন জ্বলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মমতাজ হোসেন নতুন বার্তাকে জানান, কতগুলো দোকান ঘর পুড়েছে ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৫৫   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ