বিশ্বকাপকে শুরুর দিনেই করেছে বিতর্কিত

Home Page » এক্সক্লুসিভ » বিশ্বকাপকে শুরুর দিনেই করেছে বিতর্কিত
শুক্রবার, ১৩ জুন ২০১৪



বঙ্গ-নিউজ :নেইমারের জোড়া গোলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতেছে ব্রাজিল। খেলা শুরুর আগে স্টেডিয়ামে আগুন আর রেফারির বাজে সিদ্ধান্ত বিতর্কিত করে তুলেছে ব্রাজিল বিশ্বকাপকে।

উদ্বোধনী ম্যাচের রেফারিং নিয়ে যারপরনাই হতাশ ক্রোয়েশিয়া ফুটবল দল রেফারির মুন্ডুপাতের পাশাপাশি অন্য দলগুলোকে বিশ্বকাপ বয়কটেরও আহ্বান জানিয়েছে।

80972_11.jpgব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। উদ্বোধনী ম্যাচের আগে সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনায় আগুনে পুড়েছে জেনারেটর। বিদ্যুৎ ছিল না স্টেডিয়ামের ভিআইপি গ্যালারীতে। পরে মাঠের খেলায় নেইমার-অস্কার-ফ্রেডদের প্রভিভার ঝলক বিশ্বকাপের শুরুটা আকর্ষণীয় করে তুলেছিল। কিন্তু জাপানের রেফারি ইয়ুচি নিশিমুরার রেফারিং ও ব্রাজিলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বিশ্বকাপকে শুরুর দিনেই করেছে বিতর্কিত ।
৬৯ মিনিটে বক্সে ফ্রেডকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান নিশিমুরা। এই পেনাল্টিকে কোনভাবেই মেনে নিতে পারেনি ক্রোয়েশিয়া দল। খেলা শেষে মাঠেই রেফারির কঠোর সমালোচনা করেন ক্রোয়েশিয়ার কোচ কোভাচ। পরে দলটির ডিফেন্ডার ভেড্রান চরলুকা ব্রাজিলের সাথে সাথের ম্যাচগুলো বয়কট করতে আহ্বান জানিয়ে অন্য দলগুলোর প্রতি। ক্রোয়েট এই খেলোয়াড়ের মতে, রেফারির স্বাগতিক দলকে জেতাতেই মাঠে নেমেছে। এমন রেফারিং হলে অন্য দলগুলোর ব্রাজিলকে বয়কট করা উচিত। একইসাথে, বিশ্বকাপ আয়োজন না করে ব্রাজিলকে সরাসরি বিশ্বকাপ দিয়ে দেওয়ার আহ্বানও জানান এই খেলোয়াড়।

তবে নিশিমুরার বিতর্কিত রেফারিং এবারই প্রথম নয়। এর আগেও তিনি অনেক কারণে বিতর্কিত হয়েছেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ড-ব্রাজিল ম্যাচে ফেলিপ মেলেকে সরাসরি লালকার্ড দেখিয়েছিলেন জাপানের এই রেফারি। কোয়াটার ফাইনালের সেই ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল নেদারল্যান্ড। এছাড়া মাঠে জাপানি ভাষায় কথা বলার কারণে প্রায়ই বিতর্কের শিকার হন নিশিমুরা।
যায়েদ হাসান সম্রাট, বঙ্গ-নিউজ।

বাংলাদেশ সময়: ২২:০৯:২৭   ৩৫০ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ