শিক্ষামন্ত্রী বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে

Home Page » প্রথমপাতা » শিক্ষামন্ত্রী বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে
বুধবার, ১১ জুন ২০১৪



10_zafariqbal_shaheedminar_300514_0006.jpgবঙ্গ-নিউজ ডেস্কঃ উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সকাল সাড়ে ১০টায মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়।

সভার শুরুতে মন্ত্রী বলেন, “সার্বিকভাবে আপনাদের পরামর্শ জানতে চাই। ভবিষ্যত চলার পরামর্শ আপনাদের কাছে জানতে চাই। আজকের সভা একটি মৌলিক সভা।”

প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনকারী ড. মুহম্মদ জাফর ইকবাল, শিক্ষাবিদ রফিকুল ইসলাম, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, অর্থনীতিবিদ এমএম আকাশ, কাজী খলিকুজ্জামান, অধ্যাপক হারুন-অর-রশীদ ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন প্রমুখ বৈঠকে উপস্থিত রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে এই সভা হচ্ছে।

এবারের এইচএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিত করে সরকার।

তবে চলতি এইচএসসির পদার্থ, রসায়ন, গণিতসহ কয়েকটি বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রশ্ন ফাঁসের ‘প্রমাণ’ দিয়ে জাফর ইকবাল চারটি নিবন্ধ লেখেন। জাফর ইকবালের তিনটি নিবন্ধ গণমাধ্যমে প্রকাশের পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও একটি লেখায় তার জবাব দেন।

কিন্তু সরকারের পক্ষ থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা স্বীকার না করায় গত ২৯ মে ও ৬ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন জাফর ইকবাল। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।

ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৪১   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ