চীনের সঙ্গে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি

Home Page » প্রথমপাতা » চীনের সঙ্গে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি
সোমবার, ৯ জুন ২০১৪



china-bd.jpgবঙ্গ-নিউজ ডেস্কঃ চীনের প্রধানমন্ত্রী লি খা ছিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকে বাংলাদেশে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি হয়েছে।
সফরের চতুর্থ দিনে সোমবার বিকালে বেইজিংয়ের গ্রেট হল অফ পিপল-এ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় শেখ হাসিনার।

বৈঠকের পর কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি আরেকটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া আরো দুটি ক্ষেত্রে বিনিময়পত্র সই হয়েছে।

শীর্ষ বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক দুই দেশের চুক্তি, সমঝোতা স্মারক ও বিনিময়পত্র সইয়ের বিষয়গুলো সাংবাদিকদের জানিয়েছেন।

সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টিও দুই পক্ষের আলোচনায় উঠেছে। এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে সচিব বলেন, এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে মতৈক্য হয়েছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া অন্য চুক্তিটি হয়েছে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা নিয়ে। সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশে চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে।

বন্যা নিয়ন্ত্রণে গবেষণা এবং দুর্যোগে উদ্ধার কার্যক্রমের সরঞ্জাম সহযোগিতার বিষয়ে বিনিময়পত্র দুটি সই হয়েছে।

শীর্ষ বৈঠকের আগে গ্রেট হল অফ পিপল-এ গার্ড অফ অনার দেয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। তিনি গার্ড পরিদর্শন করেন এবং সামরিক অভিবাদন গ্রহণ করেন।

শেখ হাসিনা গ্রেট হল অফ চায়নায় পৌছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। এরপর দুই সরকার প্রধান তাদের কর্মকর্তাদের সঙ্গে একে অন্যকে পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্ব শেষে শেখ হাসিনা ও লি খা ছিয়াং অভিবাদন মঞ্চে গিয়ে দাঁড়ালে চীনের সামরিক বাহিনীর বাদক দল দু’দেশের জাতীয় সংগীত বাজায়। এসময়, উনিশবার তোপধ্বনি করা হয়।

গ্রেট হল অফ পিপলসে শীর্ষ বৈঠক শেষে শেখ হাসিনা এবং লি খা ছিয়াং সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। পরে চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এর আগে সকালে বেইজিংয়ে ‘চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের’ এক সেমিনারে অংশ নেন শেখ হাসিনা।

‘সাম্প্রতিক বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক অর্জন এবং চীনের সঙ্গে অংশীদারিত্ব’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন তিনি।

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর চীনে প্রথম সফরে শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং পৌঁছান শেখ হাসিনা।

কুনমিংয়ে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রদর্শনী কেন্দ্রেই চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি কুনমিং আন্তর্জাতিক সম্মেলনেও যোগ দেন।

এরপর রোববার বেইজিং পৌঁছে চীনের জাতীয় বীরদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ‘মনুমেন্ট অফ দি পিপলস হিরো’ এ যান শেখ হাসিনা। সেদিন তিনি চাওইয়াং থিয়েটারও পরিদর্শন করেন।

ছয়দিনের সফর শেষে আগামী ১১ জুন শেখ হাসিনার দেশে ফেরার কথা।

বাংলাদেশ সময়: ২১:৪৪:২৫   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ