বাজেটে উচ্ছ্বসিত বিরোধীদল, টেবিল চাপড়ে সমর্থন

Home Page » আজকের সকল পত্রিকা » বাজেটে উচ্ছ্বসিত বিরোধীদল, টেবিল চাপড়ে সমর্থন
শুক্রবার, ৬ জুন ২০১৪



image_50470_0.jpgডেস্করিপোর্টঃবাজেট অধিবেশনে সরকারি দলের সঙ্গে বিরোধীদলের উপস্থিতি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখা যায়নি। এবারই এর ব্যতিক্রম ঘটেছে। সরকারি দলের পাশাপাশি বিরোধীদলের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে অধিবেশনের শুরু থেকেই।এমনকি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় সরকারি দলের সঙ্গে তাল মিলিয়ে বিরোধীদলের সদস্যরাও টেবিল চাপড়ে তাতে সমর্থন জানাতে দেখা গেছে।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে দলের প্রায় সদস্যরাই অংশ নিয়েছেন এ অধিবেশনে। বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদও উপস্থিত ছিলেন তার পাশের চেয়ারে। ৩৪জন সংসদ সদস্যের মধ্যে মাত্র দুজন ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন এ অধিবেশনে।
অধিবেশন শুরুর পর থেকে যতোবারই সরকারি দল তাদের সাফল্যে টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে, বিরোধীদলও ততোবার একই কাজ করেছে। সরকারি দলের মতো বাজেট নিয়ে তাদের আনন্দেও কমতি দেখা যায়নি।
দশম জাতীয় সংসদের শুরু থেকে বিরোধীদলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি নিয়ে ‘বিতর্কের’ শেষ নেই। কেউ কেউ জাপাকে ‘গৃহপালিত বিরোধীদল’ বলেও আখ্যায়িত করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেখা গেছে, তৎকালীন বিরোধীদল বিএনপি প্রতিটি বাজেট অধিবেশনেই অনুপস্থিত ছিলো। সরকারের বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে তারাও একটি ছায়া বাজেট দিতো। এবারের বিরোধীদলকে এ ধরনের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
এর আগে ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থ বছরের বাজেট অধিবেশন বর্জন করে তৎকালীন বিরোধী দল বিএনপি। আর সর্বশেষ ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট উত্থাপনের আগে বিরোধী দল অধিবেশনে যোগ দিলেও বাজেট উত্থাপনের দিন তারা অধিবেশন কক্ষে যাননি। তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার কার্যালয়ে বসে তারা বাজেট বক্তৃতা শোনেন।
এদিকে দেশের ৪৪তম এ বাজেট বৈঠককে ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে সংসদে। বেশিরভাগ সংসদ সদস্যরা উপস্থিত হয়েছেন নির্দিষ্ট সময়ের আগে। জাতীয় পার্টি ছাড়াও স্বতন্ত্র ও অন্যান্য দলের সদস্যদেরও স্বতস্ফূর্ত উপস্থিতি ছিলো এ বৈঠকে। সবাই ছিলেন প্রবল উৎফুল্ল ও আনন্দমুখর।

বাংলাদেশ সময়: ৮:১৯:৪৭   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ