বাজেট পাস হবে ২৯ জুন

Home Page » জাতীয় » বাজেট পাস হবে ২৯ জুন
মঙ্গলবার, ৩ জুন ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ june_2014-june_03-bangladesh_parliament_sm_129679707.jpgদশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে, চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। ২০১৪-২০১৫ অর্থবছরের এ বাজেট পাস হবে ২৯ জুন।মঙ্গলবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। এর আগে বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ৫ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। পেশকৃত বাজেটের উপর ৪৫ ঘণ্টা আলোচনা হবে, ২৯ জুন বাজেট পাশ হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বাজেট অধিবেশন আগামী ০৩ জুলাই পর্যন্ত চলবে। অধিবেশন বিকেল ৪টায় প্রতি কার্যদিবসে শুরু হবে। তবে ২৮ ও ২৯ জুন সকাল-বিকেল দুই দফায় অধিবেশন বসবে। ২৯ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে। তবে প্রয়োজনে বাজেট অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। বাজেট অধিবেশনের প্রতি বৃহস্পতিবার সরকারি দিবস হিসেবে গণ্য হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসনাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩২   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ