‘বেয়াদব ছেলেকে আগে ঝেঁটিয়ে বিদায় করুন’

Home Page » আজকের সকল পত্রিকা » ‘বেয়াদব ছেলেকে আগে ঝেঁটিয়ে বিদায় করুন’
রবিবার, ১ জুন ২০১৪



image_49408_0.jpgডেস্করিপোর্টঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগকে দেশ থেকে বিদায় করার আগে আপনি আপনার লন্ডন প্রবাসী বেয়াদব ছেলেকে ঝেঁটিয়ে বিদায় করুন।রোববার বিকেল ছয়টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউটে বাংলাদেশের সাংবাদিকতা জগতের প্রবাদ পুরুষ তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করে থাইল্যান্ডের মতো মার্শাল ল’ আনতে চেয়েছিলো। কিন্তু সরকারের প্রশাসনের ওপর একচ্ছত্র ক্ষমতা থাকায় তা সম্ভব হয়নি। এজন্য দেশে সষ্ঠু নির্বাচন হয়েছে কোন গৃহযুদ্ধ হয়নি।
তিনি বলেন, বিএনপির নেত্রী কখনো ভুল স্বীকার করে না। তবে ইদানিং কয়েকটি ঘটনায় আমাদের আত্মোপলব্ধি হয়েছে যে আগামীতে আমাদের যে ভুল হয়েছে তাও করা যাবেনা। আমরা তো দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আবার ঐ নেত্রী (খালেদা জিয়া) বলেন যে, আমরা নাকি পচে গেছি। আসলে পচে তো গেছে সে ও তার দল। দেশকে ধ্বংস করতে চেয়েছিল সে, কিন্তু না পেরে সে এখন এসব কথা বলছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেকে বলেছিল দেশে না কি গৃহযুদ্ধ লেগে যাবে। কিন্তু গাছের একটি পাতাও নড়েনি। তৃতীয় বিশ্বে এই প্রথম একটি দেশে প্রশাসন, সামরিক, বেসামরিক ও সকল বাহিনী এক সঙ্গে কাজ করেছিল। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে প্রশাসন প্রধানমন্ত্রীর কথা শুনেছে, এমনকি পুলিশ ও আর্মি রাজপথে প্রাণও দিয়েছে। আমরা দেশে শান্তি চাই।
জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, জাতীয় মহিলা পার্টির সভাপতি নাজনীন নাহার বেবি, দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৭   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ