৪১১ জনের মৃতদেহ উদ্ধার

Home Page » প্রথমপাতা » ৪১১ জনের মৃতদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২ মে ২০১৩



52623_lead.jpgবঙ্গ-নিউজ দতকমঃ সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত আরও ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের দেয়া তথ্য অনুযায়ি সবমিলিয়ে এ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৪১১জনের। এ পর্যন্ত মোট জীবিত মানুষ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৭৯ জনে। মঙ্গলবার রাতে একসঙ্গে ৩টি লাশ উদ্ধার করা হয়। এর পর রাত তিনটা নয় মিনিটে আরও একটি লাশ উদ্ধার করা হয়। রাত ৩টা ২০ মিনিটে আরও একটি লাশ উদ্ধার হলে ৩৫ মিনিটে ৫টি লাশ উদ্ধার করা হয়। দিনে আরও ১৩টি লাশ উদ্ধার করা হয়। এদিকে বুধবার ধসে পড়া ভবনের উপরের তলার ধ্বংস্তুপ সরানোর কাজ শেষ হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন বৃহস্পতিবার ভবনের ভেতরে আরও লাশ পাওয়া যেতে পারে।
সর্বশেষ উদ্ধারকৃত লাশের পরিচয় জানা যায়নি। লাশগুলো অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত লাশগুলো অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে রাখা হয়েছে। তবে এখন স্বজনের লাশের অপোয় রানা প্লাজার সামনে ভিড় করছেন মানুষ। তারা প্রিয়জনের ছবি হাতে আহাজারি করছেন। শেষ স্মৃতি হিসেবে অন্তত লাশটুকু যেন পান। এদিকে দ্বিতীয় পর্যায়ে ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান শুরু হলেও তেমন অগ্রগতি হয়নি। ধীরগতিতে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। গতকাল লাশ উদ্ধারে সেনাবাহিনীর ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালালেও বুধবার সকাল ৯টায় সরিয়ে নেয়া হয়। ইতোমধ্যে রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানায় দায়ের করা দুটি মামলায় এ পর্যন্ত ওই ভবনের মালিক সোহেল রানা, মালিকের বাবা আবদুল খালেক, ভবনে অবস্থিত কারখানাগুলোর মালিক ও সাভার পৌরসভার প্রকৌশলীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪শে এপ্রিল সকাল সোয়া ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের বহুতল ভবন

বাংলাদেশ সময়: ১০:৪১:৩৮   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ