‘এক্সট্রিমিস্টস আনপ্লাগড’-এর অপেক্ষায় চট্টগ্রাম

Home Page » বিনোদন » ‘এক্সট্রিমিস্টস আনপ্লাগড’-এর অপেক্ষায় চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৯ মে ২০১৪



dsc_0044.jpg

বঙ্গ-নিউজঃ গত ৩মে হয়ে যাওয়া ওয়ার্কশপ বিডি আয়োজিত আন্ডারগ্রাউন্ড মিউজিক কনসার্ট ‘এক্সট্রিমিস্টস’ এর ব্যাপক সাফল্যের পর ওয়ার্কশপ বিডি আবারো আসছে তাদের দ্বিতীয় শো ‘এক্সট্রিমিস্টস আনপ্লাগড’ নিয়ে। আগামী ২১ জুন চট্টগ্রামের মুসলিম ইন্সটিটিউট হলে হতে যাচ্ছে এই আয়োজন। ওয়ার্কশপ বিডি আয়োজিত ‘এক্সট্রিমিস্টস’ ইতোমধ্যেই সকলের মাঝে বেশ সাড়া ফেলেছে। তাই ‘এক্সট্রিমিস্টস আনপ্লাগড’ নিয়ে আয়োজকদের প্রত্যাশা আর বেশি।
আনপ্লাগড শো-এর মূল উদ্দেশ্য শিল্পীদের একটি সংগীতময় পরিবেশের মাঝে অভিজ্ঞতার মাঝে তাদের ভেতর থেকে শ্রেষ্ঠ গায়কী ও সুর বের করে আনা। বেশিরভাগ সময়েই এমন হয় যে এ ধরণের আয়োজনগুলোতে মধ্যবয়স্ক নারী-পুরুষের উপস্থিতি কম থাকে বরং ধরেই নেওয়া হয় যে এসব কেবল তরুণদের জন্যই। তবে ‘এক্সট্রিমিস্টস আনপ্লাগড’ এমন একটি একাউস্টিক আনপ্লাগড শো যেখানে তরুণ কিংবা প্রবীণ সকলেই তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে সঙ্গীত উপভোগ করতে পারবেন। এ ধরণের শো চট্টগ্রামে খুব কম হয়, তাই নগরবাসীকে সঙ্গীতমুখর সুস্থ বিনোদনের উপলক্ষ দিতে ওয়ার্কশপ বিডি এ ধরণের সঙ্গীতায়োজন আর নিয়মিত বিরতিতে করতে বদ্ধ পরিকর। আয়োজকরা মনে প্রানে বিশ্বাস করেন ব্যস্ত নগরীর দৈনন্দিন ব্যস্ততার মাঝে এই আনপ্লাগড মিউজিক্যাল শো সঙ্গীতপ্রেমীদের মাঝে শ্রুতিমধুর সঙ্গীত উপভোগের খোরাক যোগাবে।
২১ জুন চট্টগ্রামের মুসলিম ইন্সটিটিউট হলে ‘এক্সট্রিমিস্টস আনপ্লাগড’-এ অংশগ্রহণকারী ব্যান্ড দলগুলো হচ্ছে বে অব বেঙ্গল, বিবর্ণ, ক্রাই মাই নেম, সাইকিক থিয়োরেম, দ্যা ট্রি এবং তীরন্দাজ। আয়োজক ওয়ার্কশপবিডি’র সদস্যরা আশা করছেন ৩মে’র সফল আয়োজনটির পর এবারের শোটিও দেখতে সবাই আসবেন এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত ও প্রতিক্রিয়া জানাবেন। চট্টগ্রামবাসী এ ধরণের আনপ্লাগড শোয়ের অভিজ্ঞতা মিস করার ভুল করবেন না বলেই ওয়ার্কশপ বিডির প্রত্যাশা। ওয়ার্কশপবিডি’র ইচ্ছা সকলের মাঝে সঙ্গীতের মূর্ছনা ছড়িয়ে দেওয়া।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০৮   ৪৫০ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ