এই বাজেটে কর প্রত্যাহার অগ্নি নিরাপত্তা পণ্যের

Home Page » অর্থ ও বানিজ্য » এই বাজেটে কর প্রত্যাহার অগ্নি নিরাপত্তা পণ্যের
মঙ্গলবার, ২৭ মে ২০১৪



fire-protection-equipment1.jpgবঙ্গ-নিউজঃ ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কারখানার অগ্নি নিরাপত্তা সামগ্রী আমদানির ওপর থেকে কর প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।মঙ্গলবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলের শিমুল লাউঞ্জে নেদারল্যান্ডসের বাণিজ্যমন্ত্রী এম জে প্লুম্যান’র সঙ্গে এক বৈঠকে তোফায়েল আহমেদ একথা বলেন।

আগামী জুনের মধ্যে বাংলাদেশ সরকার ভবন নির্মাণে অগ্নি নিরাপত্তা সামগ্রীর ওপর থেকে আমদানিকর প্রত্যাহার করবে বলে বৈঠকে তিনি নেদারল্যান্ডসের বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, অ্যাকর্ড ও অ্যালায়েন্স যৌথভাবে দেশের প্রায় তিন হাজার ৫শ’ কারখানা পরিদর্শন করবে। এরই মধ্যে প্রায় দেড় হাজার কারখানা পরিদর্শন শেষ হয়েছে। এর মধ্যে মাত্র ১৯টি কারখানায় ত্রুটি পেয়েছে পরিদর্শনকারী দল।

তিনি আরও বলেন, এ ধরনের পদেক্ষেপে মার্কিন প্রতিনিধিরাও সন্তুষ্ট । এর ফলে জিএসপি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের রফতানি বাণিজ্যে বাজার ও পণ্যের বহুমুখিকরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

বৈঠকের পর বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্য মন্ত্রণালয় এক যৌথ সংবাদ সম্মেলন করে।

বাংলাদেশে পোশাক শ্রমিকদের যৌন ও স্বাস্থ্য সমস্যা নিরসনে নেদারল্যান্ডসের এসএনভি এনজিও ১৭ লাখ ইউরো ব্যয় করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ন্যাদারল্যান্ডসের বাণিজ্যমন্ত্রী এম জে প্লুম্যান বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়নে আমরা যৌথভাবে কাজ করতে আগ্রহী। রানা প্লাজা দুর্ঘটনার পর সব ধরনের সহায়তার কথা আমরা বলেছি।

পোশাকশিল্পের উন্নয়নে বাংলাদেশের নেওয়া পদক্ষেপসমূহ খুবই আশাব্যঞ্জক বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিএমইএ ও নেদারল্যান্ড প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান টিএনও-এর সহায়তায় টেক্সটাইল টেকনোলজি বিজনেস সেন্টারের কাজ শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের কারখানার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সাপ্লায়ারদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, জারবেন ডি জংসহ আরও অনেকেই।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৩   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ