সরকার এবার হাতে নিল গ্রামাঞ্চলে বিদ্যুতের চাহিদা পূরণে ৫ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প

Home Page » অর্থ ও বানিজ্য » সরকার এবার হাতে নিল গ্রামাঞ্চলে বিদ্যুতের চাহিদা পূরণে ৫ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প
মঙ্গলবার, ২৭ মে ২০১৪



_67834019_laptoppics21.jpgবঙ্গ নিউজঃ উক্ত প্রকল্পের আওতায় তিন বিভাগে পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ বিতরণে সিস্টেম লসের হার ১৪ থেকে ২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পসহ ছয় হাজার ৩৮৬ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

সভায় অনুমোদিত ‘পল্লী বিদুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বর্ধন’ প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, “এ প্রকল্পের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ নেটওয়ার্কের ক্যাপাসিটি ১৮৪০ এমভিএ বৃদ্ধির মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটানো হবে।”

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, ‘পল্লী বিদুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বর্ধন’ প্রকল্পের আওতায় ৩৩ কেভির ২৭২৮ কিলোমিটার নতুন সরবরাহ লাইন নির্মাণ ও ৮৮৭ কিলোমিটার লাইন আপগ্রেডেশন করা হবে। এছাড়া ১১ কেভির ২৬৩৪ কিলোমিটার নতুন সরবরাহ লাইন নির্মাণ ও আপগ্রেডেশন করা হবে।

৩৩/১১ কেভি নতুন ১১০টি বৈদ্যুতিক সাবস্টেশন, ৩১টি সুইচিং স্টেশন এবং ৩২ সেট রিভার ক্রসিং টাওয়ার নির্মাণ করা হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে ১ হাজার ২৯৩ কোটি ৩৩ লাখ টাকা সরকারি তহবিল থেকে যোগান দেয়া হবে। প্রকল্প সাহায্য হিসেবে আসবে তিন হাজার ৭০৫ কোটি টাকা। বাকি ২০০ কোটি টাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে। ২০১৪ সালের জুলাইয়ে শুরু হয়ে প্রকল্পটি ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৭   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ