কমেছে বেকার মেয়ে আর বেড়েছে ছেলেদের সংখ্যা

Home Page » অর্থ ও বানিজ্য » কমেছে বেকার মেয়ে আর বেড়েছে ছেলেদের সংখ্যা
সোমবার, ২৬ মে ২০১৪



cirdap_bg_829472495.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকার ছেলে থাকলেও, বেকার মেয়ে নেই বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সোমবার বিকেলে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক মিলনায়তনে ‘অ্যাডভান্সমেন্ট অ্যান্ড প্রমোটিং উইমেন্স রাইটস প্রোজেক্ট’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় ১ হাজার ১শ’ ৯০ মার্কিন ডলার। মাথাপিছু আয় বাড়াতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অবদান রাখছে। ঘরে বসে থাকলেও নারীরা কাজ করছে। মেয়েরা ঘরে কাজ করলেও সেটা মাথাপিছু আয় আর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লাখ লাখ নারী অর্থনীতির চাকা ঘুরাতে কাজ করছে।

নারী নির্যাতন বন্ধ করতেই হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে নারী নির্যাতন বেড়ে গেছে। সমাজের মানুষকে বোঝাতে হবে, নারীরাও মানুষ। যতদিন সচেতনতা না আসবে ততদিন আন্দোলন চলবে। নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠনের সহযোগিতা চান চুমকি।
বাল্যবিবাহ রোধ হচ্ছে না স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের এতো সাফল্যের পরও নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না। এ জন্য সরকার সবাইকে নিয়ে কাজ করতে চায়।

ক্রাইসিস সেন্টারে আসার আগে নির্যাতন বন্ধ করতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে নির্যাতিত নারীদের জন্য ৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করা হয়েছে।
শিগগিরই সেন্টারগুলো উদ্বোধন করা হবে এবং সেখানে নারীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কিন্তু এসব সেন্টারে যেন নারীদের না আসতে হয় সেজন্য নির্যাতন বন্ধ করতে হবে বলে জানান তিনি।
নির্যাতনের মতো ‘মহামারি’ সমস্যা নিরসনে জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, নির্যাতনের কারণ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।সেমিন‍ারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব ও প্রকল্প পরিচালক মো. আইনুল কবির প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, নারী নির্যাতন রোধ, সচেতনতা, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এ প্রকল্পের মূল লক্ষ্য।

এ প্রকল্প দেশের ৩৫টি উপজেলায় বাস্তবায়িত হবে। প্রাথমিকভাবে কক্সবাজার, সিলেট, জামালপুর ও পটুয়াখালীর চারটি উপজেলায় শুরু হয়েছে। প্রকল্পটি ২০১৬ সালের ডিসেম্বর মাসে শেষ হবে। প্রকল্পে অর্থায়ন করছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ)।
জাতীয় সেমিনারে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. তারিকুল ইসলাম, মহাপরিচালক মো. আশরাফ হোসাইন, ইউএনএফপিএ প্রতিনিধি ম্যাটাবেল পিচ্চিনসহ বিভিন্ন নারী ও শিশু সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৩৪   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ