রাজনীতিতে আজীবন নিষিদ্ধ হলেন মোশাররফ

Home Page » বিশ্ব » রাজনীতিতে আজীবন নিষিদ্ধ হলেন মোশাররফ
বৃহস্পতিবার, ২ মে ২০১৩



p-mosarraf.pngবঙ্গ-নিউজ ডটকম :: পাকিস্তানের রাজনীতিতে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ। গতকাল পেশোয়ার হাইকোর্ট তার বিরুদ্ধে এই রায় দিয়েছেন। মোশাররফ ফের ক্ষমতার মসনদের যে স্বপ্ন ধারণ করে পাকিস্তানে ফিরেছেন নির্বাসন থেকে সেই স্বপ্ন তো মাটির সঙ্গে এখন মিশে গেলই, একই সঙ্গে তার রাজনীতি করার অধিকার চির জীবনের জন্য হারালেন। এখন তার মাথায় হাত। পাকিস্তানের জাতীয় নির্বাচনে চিত্রল থেকে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তা প্রত্যাখ্যান করার পর সেনাবাহিনীর সাবেক এই স্ট্রংম্যান এর বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু আদালত থেকে তিনি কোন সুখবর তো পেলেনই না। একই সঙ্গে রাজনীতি করার অধিকার হারালেন। পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি দোস্ত মোহাম্মদ খানের সভাপতিত্বে চার সদস্যের বেঞ্চ গতকাল তার বিরুদ্ধে ওই রায় দেন। এ বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মালিক মানজুর, বিচারপতি সৈয়দ আফসার শাহ ও বিচারপতি ইকরামুল্লাহ। রায়ে তারা বলেন, যখন মোশাররফ দু’বার সংবিধান লঙ্ঘন করেছেন তাকে আর কোন জাতীয় পরিষদে বা সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া যায় না। এই রায় ঘোষণা করে বিচারপতি দোস্ত মোহাম্মদ খান বলেন, মোশাররফ অবৈধ জরুরি অবস্থা জারি করেছিলেন, বিচারবিভাগকে টার্গেট করেছিলেন। তাই আদালত তাকে সারা জীবনের জন্য জাতীয় নির্বাচন ও প্রাদেশিক নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করছে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, একই সঙ্গে আদালত তার চিত্রল আসনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে। ওদিকে, একই দিনে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী একটি আদালত তাকে দু’সপ্তাহের জন্য বিচার বিভাগীয় রিমান্ডে পাঠিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগে এই রায় দিয়েছে আদালত। একই সঙ্গে বেলুচ নেতা আকবর বুগতি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বেলুচিস্তানের পুলিশকে। এ সময় নিরাপত্তাজনিত কারণে মোশাররফ আদালতে উপস্থি

বাংলাদেশ সময়: ৯:২৯:০৭   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ