সভ্যতার মুখে পা- রোকসানা লেইস

Home Page » সাহিত্য » সভ্যতার মুখে পা- রোকসানা লেইস
বুধবার, ১ মে ২০১৩



dog-nazmul-bg20130430061658thumbnail.jpgচম্পাকলি আঙ্গলে তন্তু বুনে সুন্দর বিন্যাস গড়ে তুলতে
তা চেখে দেখার কোন সুযোগ হয়নি কোন দিন।
শুধু বেঁচে থাকা, শুধু একটু স্বপ্ন জীবনে, সুস্থতার জন্য-
লড়ে গেছো রাতদিন বিরামহীন।
শ্রমও ঘামে তৈরী পোষাক ঝলক এনেছে কত দেহে,
উষ্ণ আর আনন্দে ভরে দিয়েছে জীবন।
যারা জানেনি কখনো; তোমাদের বেঁচে থাকার যন্ত্রনা।
সম্পদের পাহাড়ে বসে মালিকও দেয়নি তোমাদের মানুষের সম্মান
করেনি হিসাব কোনদিন-রক্ত জল করা শ্রমের অর্জনে
মুখের গ্রাস কেমন ভাগাভাগি করে তোমরা খাও,
শ্বাস প্রশ্বাসের বাতাস নেও কাড়াকাড়ি করে অসুস্থ পরিবেশে।
শুধু আতংকের সাঁড়াষি চেপেছে আরো শ্রমের কড়িটিও-
কেড়ে নেবে বলে, ক্ষমতা ও দাপটে।
তোমাদেরই শ্রমের ন্যায্য পাওনা কার্পণ্যে দিয়েছে
যেন ভিখিরিকে ভিক্ষা দেয়া।
সম্পদ আর লোভের হিসাব ছাড়া- ভাবেনি,
জীবন তোমদেরও একই রকম, ভালোবাসাও আদরে,
নিঃশ্বাসে ও হৃদয়ে একই রকম ফুল ফোটে তোমাদের মাঝেও।
শুষে নিয়ে রক্ত শূন্য করেছিল দিনে দিনে তোমাদের।
তোমরা শুধু বেঁচে ছিলে তবু পরিবার ভালোবেসে।‌
এতটুকু আশা বুকে হয়তো বা কোনদিন স্বপ্ন দিবে ধরা।

শ্বাসহীন অন্ধকার কুঠিরে থেকে
তোমাদের সবটুকু প্রতিবাদ আজ দেখিয়ে দিয়েছো সভ্যতার মুখে
এক পা তুলে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৪৫   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ