সুপ্রিম কোর্ট এলাকায় উত্তেজনা, আটক ১৫ আইনজীবী

Home Page » জাতীয় » সুপ্রিম কোর্ট এলাকায় উত্তেজনা, আটক ১৫ আইনজীবী
শনিবার, ২৪ মে ২০১৪



2014_may-24_may-1_high_court__jahid__bg_907461021.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ আইনজীবীদের সমাবেশকে ঘিরে সুপ্রিম কোর্টের মাজার গেটে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। সমাবেশ ঠেকাতে সুপ্রিম কোর্টের মেইন গেট ও বার কাউন্সিলের পাশের গেটসহ সব প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মাজার গেট এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে পুলিশ।শনিবার বেলা পৌনে ১১ টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় বিএনপিপন্থী আইনজীবীরা ভিড় করে আছেন। মাঝে মাঝে তারা স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

সকাল সাড়ে ৮টার পর বিএনপিপন্থী আইনজীবীরা মাজারগেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন। পুলিশের বাধায় তারা গেটের বাইরে অবস্থান নেন। ৯টার পর মাজার গেটে আইনজীবীদের সংখ্যা বাড়তে থাকে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

৯টা ৪০ মিনিটের দিকে পুলিশ তাড়া দিয়ে এলাকা ফাঁকা করার চেষ্টা করে। এ সময় পুলিশ ১৫ আইনজীবীকে আটক করে। এদের মধ্যে মোর্শেদা আক্তার শিল্পী নামের একজন নারী আইনজীবীও রয়েছেন।

অন্যরা হলেন- জহিরুল হাসান মুকুল,কামরুল হাসান, আতাউর রহমান, শাহাদাত হোসেন, এএসএম মাসুদ হোসেন, আবু মাসুদ, ওবায়দুল্লা তারেক, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোসলেম খান, খোরশেদ আলম, রমজান আলী, আবিদুর রহমান, আনিসুর রহমান, মাহাবুবুর রহমান খান ও আরিফ আহম্মেদ।

সারাদেশে হত্যা, গুম, খুনের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আইনজীবীরা এ সমাবেশের ডাক দেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

সমাবেশকে ঘিরে শুক্রবার রাত থেকে সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে ফেলে পুলিশ। সমাবেশের মঞ্চ তৈরিতেও বাধা দেওয়া হয়। শনিবার সকাল থেকে পুরো সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশের সাঁজোয়া যান এপিসি, ওয়াটার ক্যানেল প্রস্তুত রাখা হয়। বন্ধ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টে প্রবেশের সবগুলো গেট।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হাসান বাংলানিউজকে বলেন, আইনজীবীরা এ ধরনের সমাবেশ করার অনুমতি সম্বলিত কোনো কাগজ দেখাতে পারেননি। এ কারণেই আমরা সমাবেশ করতে দিচ্ছিনা।

অনুমতির বাইরে সমাবেশ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও তিনি জানান।

আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টের ভেতরে সমাবেশ করতে পুলিশের অনুমতির প্রয়োজন হয়না। রেজিস্টার বরাবর আবেদন করলেই হয়। কিন্তু পুলিশ সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আমাদের সমাবেশ বানচাল করার চেষ্টা করছে।

বর্তমানে মাজার গেট এলাকায় আইনজীবীরা ভিড় করে আছেন। তারা স্লোগান দিচ্ছেন। এই পরিস্থিতি মাজারগেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১১:১৯:৩৭   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ