এ মেয়াদেই পার্বত্য শান্তি চুক্তির পুরো বাস্তবায়ন : ওবায়দুল কাদের

Home Page » আজকের সকল পত্রিকা » এ মেয়াদেই পার্বত্য শান্তি চুক্তির পুরো বাস্তবায়ন : ওবায়দুল কাদের
শুক্রবার, ২৩ মে ২০১৪



image_46504_0.jpgডেস্করিপোর্টঃযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন কার্যক্রমকে অতি গুরুত্বের সাথেই দেখছে। এ সরকারের মেয়াদেই এ শান্তি চুক্তির পুরো বাস্তবায়ন কাজ সম্পন্ন করা সম্ভব।তিনি বলেন, পার্বত্যাঞ্চলের তিন জেলাকে নিবিড় সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে অবশিষ্ট উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আজ জেলা সদর থেকে ২৭ কিলোমিটার দূরে বান্দরবান-থানছি সড়কের চিম্বুক সেনা ক্যাম্পের পাশে ‘চিম্বুকে সুর্যোদয়’ নামের একটি ফলক উন্মোচনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বিশেষ অতিথি ছিলেন। এতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি স্বাগত বক্তব্য রাখেন। সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল ওহাবের পরিচালনায় অনুষ্ঠানে সেনা প্রকৌশল নির্মাণ কোরের প্রধান প্রকৌশলী মেজর জেনারেল আবদুল কাদির, বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী,পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য এবং সদর উপজেলা চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছসহ উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বান্দরবান-কেরানিহাট সড়কের সম্প্রসারণের মাধ্যমে ক্রমশ এশিয়ান হাইওয়েজের সাথে যুক্ত করার আশ্বাস প্রদান করেন।
সেনা প্রকৌশল নির্মাণ ইউনিটের কর্মকর্তারা জানান, ৫৩ দশমিক ৫ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, ৪২ মিটার দীর্ঘ আয়তনের ৬টি পাইপ কালভার্ট, ২৯০ মিটার দীর্ঘ আয়তনের ৫টি বেইলি সেতু এবং ২১৬ দশমিক ৪৪ মিটার দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৩ কোটি ৮৮ লাখ ৭১ হাজার টাকা। সড়ক ও জনপথ বিভাগের পরামর্শে ১৬ ও ১৭ সেনা প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের সৈনিকরা দেশের অন্যতম সুউচ্চ পাহাড়ের ওপর(২০০০-৩০০০ফুট উঁচুতে) এ নতুন সড়কপথ নির্মাণ করেন। এ সড়ক নির্মাণের সময় পাথর চাপায় নিহত হন সেনা সার্জেন্ট আবদুস সাত্তার। এ সড়ক পথ নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৩ সালের অক্টোবর মাসে এবং কাজ শেষ হয় ২০১২ সালের জুন মাসে।
যোগাযোগ মন্ত্রণালয়ের অর্থায়নে সেনা প্রকৌশল নির্মাণ ইউনিট থানছি-আলীকদম, পোয়ামুহুরী, তিন্দু, লিক্রেঝিরি, রেমাক্রি ও বড়মদক এলাকাসমুহে সড়কপথ নির্মাণ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১:২১:৫২   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ