কে হতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপের বিজয়ী? কি ভাবছেন ফুটবল বিশ্লেষকেরা?

Home Page » আজকের সকল পত্রিকা » কে হতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপের বিজয়ী? কি ভাবছেন ফুটবল বিশ্লেষকেরা?
বৃহস্পতিবার, ২২ মে ২০১৪



image_45792_0.jpgতমালসাহাডেস্কনিউজঃঅপেক্ষার পালা একদম শেষের পথে। আর মাত্র বাকি ২১ দিন । আগামী ১২জুন থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর শো “ফিফা ওয়ার্ল্ড‌ কাপ” ২০১৪। এরই মধ্যে সবাই জেনে গেছেন এবারের বিশ্বকাপ অনুষ্টিত হবে ব্রাজিলে। ব্রাজিলের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হবে এ জমজমাট আসর। বিশ্বকাপ যেমন চলে এসেছে তেমনি এ নিয়ে মাতামাতি, বিভিন্ন ধরনের প্রেডিকশনও শুরু হয়ে গিয়েছে অনেকদিন ধরেই। চা এর দোকানের আড্ডা কিংবা পড়াশুনার ফাঁকে বন্ধুদের সাথে গল্পের টপিক কিংবা ফেসবুকে নিজের পছন্দের দলের পশংসাময় স্ট্যাটাস দেওয়া, সবখানে তো এখন একটিই হট টপিক বিশ্বকাপ!ফুটবল বিশ্বকাপ চলে এলেই বাংলাদেশ মোটামুটি দু’টি ভাগে ভাগ হয়ে যায়। সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কোন দুটি দলে বিভক্ত হয়। না আবার রাজনীতির কথা ভেবে বসবেন না,আমি ব্রাজিল এবং আর্জে‌টিনার কথাই বলছি। তবে রাজনীতির মতোই বর্ত‌মানে কিন্ত এ দু’টি দল ছাড়াও কিছু ভিন্ন দলের সাপোর্টা‌র দেখা যাচ্ছে। আর নিজের পছন্দের দলটি চ্যাম্পিয়ন হবে এটাই তো সবাই আশা করবে। কিন্তু কে এগিয়ে রয়েছে এ বিশ্বকাপে? কে হতে যাচ্ছে ২০১৪ বিশ্বকাপের মুকুটজয়ী? কি ভাবছেন সাবেক ও বর্ত‌মান খেলোয়াররা? চলুন একটি দেখে নেয়া যাক।
স্বাগতিক দেশ যেহেতু ব্রাজিল তাই বাড়তি একটা সুবিধা তো পাবেনই তারা। ফর্মে‌ও আছে বেশ দলটি। থিয়েগো, নেইমারের উপর ভরসা তো করতেই পারেন ব্রাজিল সমর্থ‌করা। কোচ স্কলারির দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ডেভিড বেখামের মুখেও ঝরেছে সে প্রশংসাবানী। ক্যাপটিন থিয়েগো বর্ত‌মানে বিশ্বের অন্যতম সেরা একজন ডিফেন্ডার বললেন বেখাম।
বেখামের মতো সাবেক পর্ত‌ুগাল অভিনায়ক লুইস ফিগোও ব্রাজিলকেই এগিয়ে রাখলেন। ফিগো বললেন “আমার মনে হয় না কেউ এবার ব্রাজিলকে থামাতে পারবে। আমি মনে করি না স্পেন চ্যাম্পিয়ন হবে,আর তাদের সেই যোগ্যতা রয়েছে এবার”
ফুটবল রাজা পেলেও নিজের ব্রাজিলের সম্ভাবনার কথাই বললেন। ‘আমি আশা করি ব্রাজিল এবার বিজয়ী হবে তবে আমার মতে ইউরোপের সেরা দল হচ্ছ স্পেন ও জার্মা‌নি’এভাবেই বিশ্বকাপ নিয়ে বললেন পেলে।
গত বিশ্বকাপ ও দুটি ইউরোতে স্পেনের পারফরমেন্স নিঃশন্দেহে তাদের এগিয়ে রাখছে এ বিশ্বকাপে। “স্পেন বেশ কয়েক বছর ধরেই অসাধারন ফুটবল খেলছে”-পেলে।
ফ্রান্সের মার্স‌েল ডিসেলি কিন্তু স্পেনের প্রসংশায় পঞ্চমুখ। “স্পেন হবে ইতিহাসের সেরা জাতীয় দল। যদি তারা চ্যাম্পিয়ন হয় সেটা হবে সত্যিই অসাধারণ”-ডিসেলি
গত বিশ্বকাপে ম্যারাডোনার হাতে আর্জে‌ন্টিনার ব্যর্থ‌তা হতাশ করেছে আর্জ‌ন্টিনার সমর্থ‌কদের। তবে গত বিশ্বকাপে সুপার স্টার মেসি যা করতে পারি নি এবার সেটা করে বিশ্বকাপ নিজেদের ঘরে এনে ক্যারিয়ারের একমাত্র অপূর্ন‌তা ঘোচাবেন এমনাই আশা করছেন আর্জে‌ন্টাইন সমর্থ‌করা। মেসি,তেভেজ,হুগাইনের মতো খেলোয়ার যে দলে তারা তো যে কোনো কিছুই করে ফেলতে সক্ষম। আর্জে‌ন্টাইন কোচ অ্যালিজান্ড্রো সাবেল্লা অবশ্য নিজেদের অবস্থান ব্যাখা করেছেন অসাধারণভাবে। ওয়ার্ল্ড‌ চ্যাম্পিয়ন হওয়া সত্যিই কঠিন। এবং আমরা জানি আমরা সেরা নই তবে আমরা ওয়ার্ল্ড‌ পাওয়ার। যথার্থ‌ই বলেছেন সাবেল্লা। অন্যদিকে মেসি নিজে বেশ আশাবাদ ব্যাক্ত করেছেন বিজয়ী হবার ব্যাপারে।
ইংল্যান্ডের অধিনায়ক স্টিফেন জেরার্ড‌ও বেশ আশাবাদী নিজের দল নিয়ে। জেরার্ড‌ অবশ্য আধিক প্রত্যাশার বিপক্ষেই কথা বললেন। “প্র্ত্যাশা কম থাকাই ভালো। তবে আমরা স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখতে তো দোষ নেই। অনেকগুলো দল বিশ্বকাপে খেলবে এবং এটা সত্তিই কঠিন বিজয়ী হওয়া। কিন্তু আমরা এটা জানি আমরা আমাদের সেরাটা খেলতে পারলে যেকোন দলকে হারাতে সক্ষম।”
যদি ইউরোপের কোন দেশ চ্যাম্পিয়ন হয় তাহলে জার্মা‌নিকেই এগিয়ে রাখছে সবাই। মধ্যমাঠের জন্য জার্মা‌নি বরাবরই সেরা। জার্মা‌নিকে এবার পরিপূর্ন‌ দল বলা হচ্ছে। অসাধারন গোলকিপার,ডিফেন্স সবই রয়েছে। ম্যাথু ওজিলের আরও একবার সুযোগ এসেছে নিজেকে প্রমান করার।
যদিও ইটালিকে তেমন হট ফেবারিট কেউ বলছে না,তবু ৪ বার চ্যাম্পিয়ন তারুন্য নির্ভ‌র এ দলটিকে একদম উপেক্ষাও কেউ করতে পারবে না কারন যেকোন কিছুই করে ফেলতে পারে এ দলটি,অতীত ইতিহাস তাই বলছে। আর এজন্যেই বিবিসিতে এভাবেই বলা হেয়েছে “তারা ফেবারিট নয় আর এজন্যই ইটালি সবথেকে বেশী ভয়ংকর”।

বাংলাদেশ সময়: ৯:১০:৩০   ৪০০ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ