যুবদলকর্মী খুন জের ছাত্রলীগ নেতা হত্যার

Home Page » প্রথমপাতা » যুবদলকর্মী খুন জের ছাত্রলীগ নেতা হত্যার
সোমবার, ১৯ মে ২০১৪



বঙ্গ-নিউজঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা নোমানকে গুলি করে হত্যার জের ধরে প্রতিপক্ষের গুলিতে জাহাঙ্গীর নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। স্থানীয় ছাত্রলীগ ও বিএনপি নেতারা এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করছেন।বোরবার রাত ১০টা এবং সাড়ে ১০টার দিকে পৃথক এ ঘটনা ঘটে। এর মধ্যে ছাত্রলীগ নেতা নোমানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এবং জাহাঙ্গীরকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নোমান চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এবং জাহাঙ্গীর ওই ইউনিয়নের যুবদলকর্মী ও একই এলাকার চৌধুরী মিয়ার ছেলে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা নেমানকে গুলি করে হত্যা করেছে।

অন্যদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান জানান, যুবদলকর্মী জাহাঙ্গীরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা হরেছে।

গোয়েন্দা সংস্থার একটি নির্ভরযোগ্য সূত্র দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাতে বটতলা এলাকায় ক্রিকেট খেলা দেখছিল ছাত্রলীগ নেতা নোমান। এসময় মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে জাহাঙ্গীর হত্যা ঘটনায় স্থানীয়রা জানায়, রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সহ সভাপতি নোমানকে সন্ত্রাসীরা গুলি হত্যা করে। এ ঘটনার জের প্রতিপক্ষের সন্ত্রাসীরা ওই ইউনিয়ন যুবদলকর্মী জাহাঙ্গীরকে গুলি করে। পরে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০:৩৪:৩৩   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ