মতিঝিল থেকে অপহৃত ছাত্র মাদারীপুরে উদ্ধার: আটক ২

Home Page » জাতীয় » মতিঝিল থেকে অপহৃত ছাত্র মাদারীপুরে উদ্ধার: আটক ২
রবিবার, ১৮ মে ২০১৪



madaripur-18-05-14-student-kitnap-pic2_37294.jpgবঙ্গ নিউজ ডট কমঃ রাজধানীর মতিঝিল থেকে অপহৃত স্কুল ছাত্র মিজানুর রহমান নাঈমকে মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করা হয়েছে।শনিবার রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি এলাকার পদ্মা নদীর একটি বালু চর থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণের সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন শিবচরের মানিকপুর এলাকার এনতাজউদ্দিন হাওলাদারের ছেলে আলমগীর ও সিরাজগঞ্জের মুক্তার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ মাতুব্বর নামে এক ব্যক্তি চরের মধ্যে কয়েকজন লোককে ধ্বস্তাধ্বস্তি করতে দেখে সেখানে যান। পরে ফরহাদকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি কৌশলে তাদেরকে আটকে রেখে এলাকাবাসীকে খবর দেন।

এরপর এলাকাবাসী একত্রিত হয়ে নাঈমকে উদ্ধার করে থানা এবং তার পরিবারকে খবর দেয়।

অপহৃত নাঈম মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের রামপুরা বনশ্রী শাখার দশম শ্রেণীর ছাত্র।

নাঈম জানান, শনিবার সকালে কোচিং এ যাওয়ার সময় আলমগীর ও মুক্তার নামের দুই ব্যক্তি তাকে তার মায়ের মৃত্যুর কথা বলে প্রাইভেটকারে উঠিয়ে নেয়। পরে অপহৃরণকারীরা নাঈমকে মুন্সিগঞ্জ নিয়ে আসে। এরপর স্পিডবোটযোগে তাকে পদ্মার চরে নিয়ে যায়। সেখানে অপহরণকারীরা তাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। তখন ফরহাদের সহযোগিতায় এলাকাবাসী তাকে উদ্ধার করে।

শিবচর থানার ওসি (তদন্ত) শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নাঈমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় এলাকাবাসী অপহরণকারীদের আমাদের কাছে সোর্পদ করে। এ ব্যাপারে একটি অপহরণ মামলা হবে বলেও জানান তিনি।

তবে অপহরণের বিষয়টি অস্বীকার করেছেন আটক আলমগীর ও মুক্তার হোসেন।

বাংলাদেশ সময়: ১১:০৪:৪২   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ