ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই: ফখরুল

Home Page » আজকের সকল পত্রিকা » ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই: ফখরুল
শুক্রবার, ১৬ মে ২০১৪



image_43687_0.jpgডেস্করিপোর্টঃ ভারতের ক্ষমতার পটপরিবর্তনের আভাসের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশটির সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণেই ভারতের সঙ্গে তিস্তার পানি সমস্যার সমাধান হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।
ফখরুল বৃহস্পতিবার ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বলেন, “নতজানু নয়, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তবে তা অবশ্যই সমতার ভিত্তিতে হতে হবে।”
ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার একদিন আগে এই কথা বললেন বিএনপির মুখপাত্র। জনমত জরিপ বলছে, কংগ্রেসকে হটিয়ে বিজেপি এবার ভারতের ক্ষমতায় বসতে যাচ্ছে।
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকার তিস্তা চুক্তি করতে পারেনি, আর পারবেও না।
“আমরা মনে করি, সরকারের নতজানু দাসসুলভ মনোভাবের কারণেই তিস্তার পানি বণ্টন চুক্তি হচ্ছে না। আমরা ছোট দেশ হতে পারি, আমাদের অর্থনীতি দুর্বল হতে পারে, কিন্তু আমাদের ১৬ কোটি জনসংখ্যা রয়েছে। আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে।”
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত অভিন্ন ৫৪টি নদীর ওপর বাঁধ দেয়ায় বাংলাদেশ পানি সঙ্কটে রয়েছে বলে দাবি করেন তিনি।
‘আওয়ামী লীগ এখন জনগণের বিপক্ষে’
জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ এখন সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল।
“তারা জোর করে ক্ষমতায় বসে আছে। তারা আজ সরাসরি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণকে আস্থায় আনতে পারছে না বলেই রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে।”
নারায়ণগঞ্জের সাত খুনের কথা তুলে ধরে র‌্যাবের সমালোচনা করে তিনি বলেন,দুই বছর আগে চৌধুরী আলম ও ইলিয়াস আলীকে র‌্যাবের পরিচয়ে তুলে নেয়া হয়েছিল। আজো তাদের সন্ধান পাওয়া যায়নি।
“যে বাহিনী জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের জন্য গঠন করা হয়েছিল, এই সরকার ক্ষমতায় এসে সেই বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কাজে নিয়োজিত করেছে।”
জাতীয় প্রেসক্লাবে ভাসানী স্মৃতি সংসদের উদ্যোগে এই আলোচনা সভায় সংগঠনের সভাপতি জিয়াউল হক সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম, সাংবাদিক এরশাদ মজুমদার, প্রয়াত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে ন্যান্সি রহমান প্রমুখ।
ন্যাপ ভাসানীর উদ্যোগে এদিন জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীকে নিয়ে আরেকটি আলোচনা সভা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন ও ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ৯:০৩:০১   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ