মেঘনার তীরে এখন শুধুই কান্নার রোল

Home Page » জাতীয় » মেঘনার তীরে এখন শুধুই কান্নার রোল
বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪



10336700_278828455622383_2631647195905602715_n.jpg

 বঙ্গ-নিউজ ডটকমঃ মেঘনার তীরে এখন শুধুই কান্নার রোল। নদীর পারে আছড়ে পড়ছেন বৃদ্ধা শানু। মেয়ে শিরিন আক্তার আর নাতি নয়নের নাম ধরে কান্নায় আকাশ ভাঙ্গছেন তিনি। তার মেয়ের জামাই মো. আলীকেও পাওয়া যাচ্ছে না।সঙ্গে থাকা আরেক নাতি সাদ্দাম আলী জানান, তার ফুফু ও ফুফা এবং ছোট মামাতো ভাই ঢাকা থেকে শরীয়তপুর আসছিলেন।
মেঘনার পাড়ে এমনই হৃদয়বিদারক দৃশ্য এখন।

magna_m2_640339385.jpg

শরীয়তপুর, মুন্সীগঞ্জ, গজারিয়া, চণ্ডীপুর, সুরেশ্বর, ওয়াপদার মানুষ এখানে ভিড় করেছেন। প্রিয়জনের লাশের সন্ধান করছেন তারা। মেঘনার বাতাসে এখন কান্নার প্রতিধ্বনি। স্বজন হারানোর বেদনা নিয়ে লাশ খুঁজে বেড়াচ্ছেন অসংখ্য মানুষ।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিদ্দিক


বঙ্গ-নিউজকে বলেন, ১৩ জনের লাশ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাঁও গ্রামের জামাল হোসেন শিকদার (৫০), তার ছেলে আবিদ হোসেন শিকদার (২৮), টুম্পা বেগম (৩০), সেতার বেগম (৫০) ও আরিফ (১১)।

জীবিত উদ্ধারকৃতদের মধ্যে এ পর্যন্ত ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয়েছে। এছাড়াও কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন থেকে লাশের স্বজনদের ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

স্থানীয়রা এগিয়ে এসেছেন উদ্ধার কাজের সহযোগিতায়। খাবার থেকে শুরু করে স্বজনহারাদের শান্ত্বনা দিচ্ছেন তারা।
তবে রাত হওয়ায় উদ্ধার কাজে বেশ ধীর গতি দেখা যাচ্ছে।

দৌলতপুর পাড়ে মোতায়েন রয়েছেন অনেক পুলিশ ও আইন শৃঙ্খলা-বাহিনীর সদস্যরা। ট্রলারে করেই স্বজনেরা উদ্ধারকারী জাহাজে ছুটছেন। মন মানছে না স্বজনদের। উদ্ধারকারীদের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। অনেকে বলছেন, অন্ধকার হয়ে যাওয়ায় এখন লঞ্চ তোলা হচ্ছে না। অনেকে বলছেন মানুষ কমলে লঞ্চ তোলা হবে। তবে এখন পর্যন্ত উদ্ধার কর্মীদের তৎপরই মনে হচ্ছে পার থেকে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মর্মান্তিক এ লঞ্চডুবির ঘটনা ঘটে। সদরঘাট থেকে দুপুর একটার দিকে শরীয়তপুরের সুরেশ্বরের উদ্দেশে রওয়ানা হয় এমভি মিরাজ-৪ লঞ্চটি। পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এতে মাত্র ৩ মিনিটের মধ্যে লঞ্চটি ডুবে যায়। লঞ্চটিতে ২০০ থেকে ২৫০ যাত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩২   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ