গুম-খুন দুই-একটা এমন ঘটনা ঘটতেই পারে : রওশন এরশাদ

Home Page » আজকের সকল পত্রিকা » গুম-খুন দুই-একটা এমন ঘটনা ঘটতেই পারে : রওশন এরশাদ
বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪



rawshan-ershad-pb.jpgবঙ্গ-নিউজ ডটকমঃজাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ দেশের সাম্প্রতিক উদ্বেগজনক গুম-খুনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ১৬ কোটি মানুষের দেশ, এতগুলো মানুষের মধ্যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকরা নারায়ণগঞ্জসহ সারা দেশে যেভাবে গুম খুন হচ্ছে তাতে প্রধান বিরোধী দলের ভূমিকা বা বিরোধীদলীয় নেতার বক্তব্য জানতে চাইলে তিনি এমন কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১১টায় চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন রওশন। আধাঘণ্টাব্যাপী এ বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্টসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠক শেষে রওশন সাংবাদিকদের বলেন, দেশের গার্মেন্ট সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের সহযোগিতা কামনা করেছি। তারা আমাদের সহযোগিতা করতে সম্মতি জানিয়েছেন। এ ছাড়া গার্মেন্টে কর্মরত মেয়েদের স্কলারশিপ দেওয়ার ব্যাপারেও কথা বলেছি। রওশন জানান, চীন, মায়ানমার, ভারত ও বাংলাদেশ মিলে একটি অর্থনৈতিক করিডোর গঠনে কথা হয়েছে। তারা এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেছে।
দেশের অব্যাহত গুম-খুন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা আরো বলেন, দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে মানববন্ধন করেছি। তা ছাড়া সরকার দোষীদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রী মহোদয়ও বিচারের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারেো আমরা আশাবাদী।
বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ইয়ান জুনকি ও চীনের রাষ্ট্রদূত লী জুনসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলন। রওশন এরশাদের সঙ্গে তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫৩   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ