চতুর্থ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে ইতো

Home Page » খেলা » চতুর্থ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে ইতো
মঙ্গলবার, ১৩ মে ২০১৪



2_146021306.jpgতমঃ বঙ্গ-নিউজ ডটকমঃক্যামেরুনের হয়ে চতুর্থ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে স্যামুয়েল ইতো। সোমবার ভলকার ফিঙ্কের ২৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়েছে চেলসি স্ট্রাইকারের।১৯৯৮, ২০০২ ও ২০১০ সালের বিশ্বকাপে এর আগে প্রতিনিধিত্ব করেছিলেন ইতো। আসছে ব্রাজিলের বিশ্বমঞ্চের চূড়ান্ত দলে জায়গা পেলে ক্যামেরুনিয়ান রিগোবার্ট সং ও জ্যাকস সঙ্গোর সঙ্গে চারটি বিশ্বকাপ খেলার যৌথ রেকর্ড গড়বেন ৩৩ বছর বয়সী।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও গত বছর নাটকীয়ভাবে ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন ইতো। বিশ্ব আসরে রজার মিলা’র জাতীয় গোলের রেকর্ড ভাঙায় এবার চোখ তার। তিন বিশ্বকাপে পাঁচ গোল করা এই আইকনিক ফরোয়ার্ড আর মাত্র দুটি গোল পিছিয়ে।

অভিজ্ঞ এই তারকার সঙ্গে পাঁচজন নতুন মুখ নিয়ে গঠিত দলে জায়গা হয়েছে ফেব্রিস ওলিঙ্গার।

১৩ জুন নাটালে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোকে লড়বে এই আফ্রিকান দেশটি। এ গ্রুপে তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও ক্রোয়েশিয়া।

ক্যামেরুনের প্রাথমিক দল:

গোলরক্ষক- লইক ফিউদজু, চার্লস ইতানজে, স্যামি এন’জোক ও গাই এন’ডি আসেম্বে।

ডিফেন্ডার- বেনোইত আসু-একোত্তো, হেনরি বেদিমো, গায়েতান বোং, অরেলিয়েন চেজো, সেডরিক জেউগো, জ্যা-আরমেল কানা-বিয়িক, নিকোলাস এন’কোলো, ড্যানি ননকিউ ও অ্যালান নাইওম।

মিডফিল্ডার- এয়ং এনোহ, রাউল লো, জ্য মাকন, জোয়েল মাতিপ, স্টিফান এমবিয়া, ল্যান্ডি এন’গুয়েমো ও এডগার স্যালি ও অ্যালেক্স সং।

স্ট্রাইকার- ভিনসেন্ট আবুবকর, ম্যাক্সিম চোপু-মোটিং, স্যামুয়েল ইতো, মোহাম্মাদু ইদ্রিসু, বেনজামিন মোকান্দিও, ফেব্রিস ওলিঙ্গা ও পিয়েরে ওয়েবো।

স্ট্যান্ডবাই- ফ্রাঙ্ক বাগনাক ও জোক বেপ।

বাংলাদেশ সময়: ১:১৮:০৯   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ