ধলেশ্বরীতে নুর হোসেনের লাশ পাওয়ার গুজব!

Home Page » আজকের সকল পত্রিকা » ধলেশ্বরীতে নুর হোসেনের লাশ পাওয়ার গুজব!
সোমবার, ১২ মে ২০১৪



nur_hoain_7700332091.jpgবঙ্গ-নিউজ ডটকমঃধলেশ্বরী নদীতে নুর হোসেনের লাশ পাওয়া গেছে বলে জোর গুজব ছড়িয়ে পড়েছে।স্থানীয়দের দাবি, নারায়ণগঞ্জে ‘সেভেন মার্ডার’ এর প্রধান অভিযুক্ত নুর হোসেন ওরফে হোসেন চেয়ারম্যানের লাশ এরই মধ্যে উদ্ধারও করা হয়েছে।

এমন খবরে সোমবার সন্ধ্যার পর তৎপর হয়ে ওঠে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থানা পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একাধিক টিম ৩টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নারায়ণগঞ্জ বন্দর ও মুন্সীগঞ্জের সীমান্ত এলাকায় শীতলক্ষ্যা ও পুরো ধলেশ্বরী নদীতে তল্লাশি শুরু করে।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সংবাদ সংগ্রহে ধলেশ্বরী নদী ও আশপাশ এলাকায় খোজঁখবর নিতে ভিড় জমান।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম রাত ৯টার দিকে বঙ্গ-নিউজ কে জানান, লোকমুখে ধলেশ্বরী নদীতে নুর হোসেনের লাশ উদ্ধারের খবর শুনে পুলিশ তল্লাশি শুরু করে। কিন্তু সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা ধরে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনা পর্যন্ত ৩টি ইঞ্জিনচালিত ট্র্রলার নিয়ে পুলিশের একাধিক টিম তল্লাশি চালালেও নুর হোসেন বা অন্য কারো লাশের হদিস পাওয়া যায়নি।

ওসি আরো জানান, লাশ উদ্ধারের খবর একেবারেই গুজব। ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে একটি চক্র নুর হোসেনের লাশ উদ্ধারের এই গুজব ছড়িয়েছে।

তবে পুলিশের অপর একটি সূত্র জানায়, সাত খুনের ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্য এবং এ হত্যা মামলার তদন্ত কাজ ব্যাহত করতে একটি চক্রটি লাশ উদ্ধারের গুজব ছড়াতে পারে।

বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় পুলিশি সুত্র।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪৩   ৩৬৪ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ