এখনো অনেক ক্ষেত্র রয়েছে এদেশের রপ্তানী বাড়ানোর

Home Page » অর্থ ও বানিজ্য » এখনো অনেক ক্ষেত্র রয়েছে এদেশের রপ্তানী বাড়ানোর
সোমবার, ১২ মে ২০১৪



dcci__bg_257324787.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশ এগিয়ে চলেছে পোশাক, পাটজাত ও চামড়াজাত পণ্য ও হিমায়িত খাদ্য রপ্তানিতে । তবে আরও অনেক ক্ষেত্র রয়েছে বিভিন্ন দেশে, যা থেকে বাংলাদেশের রপ্তানি আরও বৃদ্ধি পেতে পারে, শুধু প্রয়োজন সঠিকভাবে ব্যবহার করা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এসব নিয়ে কথা বলেন বক্তারা। ‘রপ্তানি উন্নয়ন: গুরুত্বপূর্ণ দেশ সমূহের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই সভার আয়োজন করে ডিসিসিআই। সভায় ডিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, ‘আজকে এই আলোচনার মূল উদ্দেশ্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে বাংলাদেশ কীভাবে তাদের দেশে রপ্তানি বাড়াতে পারে সে বিষয়ে মতবিনিময় করা।’
তিনি আরও বলেন, ক্রয় ক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বে ৪২তম বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। স্বাধীনতার পর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ শতাংশ। যা এখন বৃদ্ধি পেয়ে ৬ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশে শুধু রপ্তানিই বাড়ছে না, আমদানিও কমিয়েও স্বনির্ভর হচ্ছে। ভবিষ্যতে রপ্তানির হার আরও বাড়ানোর জন্য প্রয়োজন বিভিন্ন দেশের সহযোগিতা।
সভাপতি আরও বলেন, বর্তমান সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে রপ্তানি লক্ষ্যমাত্রা  ৭০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে। তাছাড়া সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এই লক্ষ্য অর্জনের জন্য। যা ইতিমধ্যে বাস্তবায়ন করা শুরু হয়েছে। বিশেষ করে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ।

সভায় আমন্ত্রিত রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা নিজ নিজ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তাদের দেশে বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানির সম্ভাবনার বিষয়ে কথা বলেন। এসময় তারা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন।
অস্ট্রেলিয়ান হাইকমিশন ট্রেড কমিশনের কান্ট্রি ম্যানেজার মিনহাজ চৌধুরী বলেন, অস্ট্রেলিয়া আমদানি নির্ভর একটি দেশ। প্রধানত চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করে থাকে। বাংলাদেশ থেকেও অনেক পণ্য আমদানি করে থাকে। তবে এর ক্ষেত্র আরও বাড়ানো সম্ভব। এজন্য বাংলাদেশর পণ্যের বহুমুখীকরণ করা দরকার।  তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় ২০০৪ সাল থেকে বাংলাদেশের পণ্য কোটামুক্ত প্রবেশ সুবিধা পেয়ে আসছে।

বাংলাদেশের পণ্যের বহুমুখীতা বাড়ালে এই হার ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। মিনহাজ চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ার জনগণ দরকষাকষি করতে পছন্দ করে না। তাই বাংলাদেশ এই সুযোগ নিয়ে নতুন নতুন পণ্য রপ্তানি করতে পারে।
কোরিয়ার দূতাবাসের সিনিয়র ম্যানেজার ফারুক আহমেদ বলেন, কোরিয়ায় বাংলাদেশর ৯৫ শতাংশ পণ্য ডিউটি ফ্রি। বাংলাদেশ থেকে কোরিয়া পোশাক, নিট ও ওভেন পণ্য আমদানি করে। তবে চামড়াজাত পণ্যের চাহিদা কোরিয়ায় বৃদ্ধি পাচ্ছে, তাই বাংলাদেশ এ পণ্যটি বেশি করে কোরিয়ায় রপ্তানি করতে পারে।
ঢাকায় তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর তুলে ইয়োনিক বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা- পণ্যে বহুমুখীকরণের অনুপস্থিতি। তাই পণ্যের বহুমখীকরণের মাধ্যমে তুরস্কে বাংলাদেশ রপ্তানি বাড়াতে পারে।
শ্রীলঙ্কান হাইকমিশনার ডব্লিউ এ সারাত কে ওয়েরাগোদা বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার পর্যায়ে রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি বন্দর ও বিমান যোগাযোগ থাকায় বাণিজ্য বাড়ানো এবং বিনিয়োগ বৃদ্ধি লাভজনক হতে পারে বলে ধারনা করেন তিনি। এসময় তিনি দুই দেশের মধ্যে বন্দর যোগাযোগ আরও উন্নত করার পরামর্শও করেন।

বাংলাদেশ সময়: ১৭:১৮:১৮   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ