কালোগ্লাস বিরোধী অভিযান, বদলে গেছে যানজটচিত্র

Home Page » আজকের সকল পত্রিকা » কালোগ্লাস বিরোধী অভিযান, বদলে গেছে যানজটচিত্র
সোমবার, ১২ মে ২০১৪



image_42132_0.jpgডেস্কঃগাড়িতে স্বচ্ছগ্লাস ব্যবহারে কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে ট্রাফিক পুলিশ। পুলিশের এমন অভিযানে বদলে গেছে চিরচরিত রাজধানীর যানজটের চিত্র। বিভিন্ন রুটের চিত্র দেখে বোঝার উপায় নেই আজ (সোমবার) কর্মব্যস্ত (অফিস-আদালত খোলা) একটি দিন।
সকাল থেকেই রাজধানীর কোনো রুটে তেমন যানজটের চিত্র চোখে পড়েনি। এমনকি কোনো কোনো রুটে কয়েকটি গণপরিবহণ ছাড়া ব্যক্তিগত কোনো গাড়ির দেখাও মেলেনি। অধিকাংশ রুটের চিত্র দেখে রাজধানীর পরিচিতদের মনে হতে পারে ছোটখাট কোনো দলের হরতাল দিবস আজ।
রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, গুলশান, বনানী, উত্তরা, বাড্ডা, রামপুরা, শান্তিনগর, পল্টন মোড়, মুগদা, কমলাপুর ও মতিঝিলসহ বিভিন্ন রুটে সকাল সাড়ে নয়টা পর্যন্ত এ চিত্র দেখা গেছে।
অবশ্য অভিযান শুরুর প্রথম দিন রোববার সকাল ১০টার পর থেকেই এ দৃশ্যের অবতারণা হয়। এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত স্পষ্ট ছিল এ দৃশ্য।
তবে সন্ধ্যার পর যানজটের চিত্র ফের আগের অবস্থানে চলে যায়। বিভিন্ন রুটে বেড়ে যায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এতে বেশকিছু রুটে যানজটও বেধে যায়।
তবে, সোমবার সকাল থেকেই আবার বদলে গেছে চিত্র। ব্যক্তিগত গাড়ির স্বল্পতার কারণে রাজধানীতে যানজট অনেকটাই কমে গেছে।
ট্রাফিক পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে। কালোগ্লাসের গাড়ি দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়দেব ভদ্র বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। কালোগ্লাসধারী বেশ কিছু গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে রাজধানীর চিরচারিত যানজট না দেখে বেশ সন্তোষ প্রকাশ করতে গেছে অফিসমুখী সাধারণ মানুষকে।
ব্যাংক কর্মকর্তা আমানুল বলেন, সকালে বাসা থেকে বাহির হয়ে ধন্দে পড়ে গিয়েছিলাম, রাস্তায় অন্যদিনের তুলনায় পরিবহনের সংখ্যা অনেক কম দেখে। তবে গাড়িতে উঠে অনেক অল্প সময়ে অফিসে চলে এসেছি। অন্যদিন যেখানে অফিস আসতে ৫ থেকে ১০ মিনিট দেরি হয়, সেখানে আজ ২০ মিনিট আগে চলে এসেছি।
বিমাকর্মী ফারজানা বলেন, অফিসে আসতে প্রতিদিন বাসের মধ্যে এক থেকে দেড় ঘণ্টা বসে থাকতে হয়। এরপর অফিসে এসে মনোযোগ সহকারে কাজ করা কঠিন হয়ে পড়ে। তবে আজ আফিসে আসার পথে কোথায় গাড়ি যানজটে পড়েনি। ফলে অফিস খোলার আগেই অফিসে চলে এসেছি।
রামপুরা এলাকার ট্রাফিক সার্জেন্ট এনামুল হক বলেন, আমরা সকাল থেকেই দ্বিতীয় দিনের মত কালোগ্লাসধারী গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। তবে প্রথম দিনের তুলনায় আজ এসব গাড়ি কম দেখা যাচ্ছে। তারপরও কালোগ্লাসের গাড়ি দেখা মাত্রই আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।
অপর ট্রাফিক সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, কালোগ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান চলার কারণে বিভিন্ন রুটে গণপরিবহণের সংখ্যাও কমে গেছে। এ কারণেই যানজট কিছুটা কম দেখা যাচ্ছে।
এদিকে আজমল, আমিনুল, হাসান, সোহেল রানাসহ একাধিক লোকাল পরিবহনের চালাক জানান, ট্রাফিক পুলিশের অভিযান শুধু কালোগ্লাসের বিরুদ্ধে চালাচ্ছে না। যাত্রীবাহী পরিবহনেও চলছে তাদের এ অভিযান। অন্য দিনের তুলনায় রোববার ছিলো বেশি। সোমবার সকালেও তাদের অভিযান অব্যহত রয়েছে। যে কারণে রাস্তায় একদিকে ব্যক্তিগত গাড়ির পরিমাণ কমেছে। অন্যদিকে যাত্রীবাহী পরিবহনেরও সংখ্যা কমেছে। ফলে কমেছে যানজটও।

বাংলাদেশ সময়: ১১:৫৬:০০   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ