দারিদ্র বিমোচনে শুধু ক্ষুদ্র্রঋণে নির্ভরশীলতা নয়ঃ মুহিত

Home Page » অর্থ ও বানিজ্য » দারিদ্র বিমোচনে শুধু ক্ষুদ্র্রঋণে নির্ভরশীলতা নয়ঃ মুহিত
রবিবার, ১১ মে ২০১৪



abul-mal.jpgবঙ্গ-নিউজঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দারিদ্র্য বিমোচনে ব্যাপক অবদান রাখলেও শুধু ক্ষুদ্রঋণ এর ওপর নির্ভর করলে চলবে না। দারিদ্র্য দূরীকরণে শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রয়োজন অপরিহার্য।’ আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আগে সামষ্টিক ঋণের ৪ শতাংশ ছিল ক্ষুদ্র ঋণ এখন সেটি বেড়ে হয়েছে ৩৩ শতাংশ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন প্রার্থমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।  পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল করিম ও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের উদ্ভাবনী ধারণা আরও শক্তিশালী করতে হবে। পিকেএসএফ দরিদ্র ও অবহেলিত মানুষদের একটি উন্নয়ন সাইকেলের সঙ্গে যুক্ত করেছে। এ কাজটি পিকেএসএফ সরাসরি করে না। তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে করে থাকে। এই প্রতিষ্ঠানটিকে ঘিরে গর্ব করার মতো অনেক কিছুই আছে।’
মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষা থেকে ঝরে পরা রোধে পিকেএসএফ যে কর্মসূচি পালন করছে তা খুবই আনন্দের। এখন জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম চলছে। আগামী দিনে জ্ঞানই হবে সব কিছুর মূল। এ জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।’

বাংলাদেশ সময়: ১৮:৩৪:২২   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ