তামান্না ও আব্দুল্লাহ পেলো দ্রুততম কিশোর-কিশোরীর শিরোপা

Home Page » খেলা » তামান্না ও আব্দুল্লাহ পেলো দ্রুততম কিশোর-কিশোরীর শিরোপা
শনিবার, ১০ মে ২০১৪



athletics_bg_921900601.jpgবঙ্গ-নিউজঃ ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার ৩০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা’- ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিন ব্যাপি এ প্রতিযোগিতা শেষ হল। এবারের প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে পদক তালিকায় সেরা হয়েছে বিকেএসপি। তাদের অজর্ন ১৬টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ২৭টি পদক। এছাড়া শেষদিনের আকর্ষণীয় ইভেন্ট কিশোর-কিশোরী ১০০মিটার স্প্রিন্টে দ্রুততম হয়েছেন আব্দুল্লাহ হাসান ও তামান্না আক্তার। দলগতভাবে দ্বিতীয় হয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা। তারা পেয়েছে ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক। পদক তালিকায় তৃতীয় হয়েছে নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। তাদের অজর্ন ৩টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক। এবারের প্রতিযোগিতায় নতুন জাতীয় রেকর্ড হয়েছে দুটি। খুলনা জেলার ইবাদ আলী লং জাম্পে ৬.৭৯ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন এ জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া বালক ১০০মিটার স্প্রিন্টে ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপি’র আশরাফুজ্জামান। নতুন এ জাতীয় রেকর্ড গড়ার জন্য ওয়ালটনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এর পাশাপাশি ফেডারেশনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার অর্থ পুরস্কার পান দুজনই। কিশোর ১০০মিটার স্প্রিন্টে ১১.১০ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম হয়ে সবাইকে চমকে দেন নাটোর জেলার আব্দুল্লাহ হাসান। কিশোরগঞ্জের উজ্জল চন্দ্র সূত্রধর ১১.২০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। আর বিকেএসপি’র সাইফুল ইসমাইল তৃতীয় স্থানের জন্য সময় নিয়েছেন ১১.২২ সেকেন্ড। এদিকে কিশোরী ১০০মিটার স্প্রিন্টে দ্রুততম বিকেএসপি’র তামান্না আক্তার। তিনি সময় নেন ১২.৯৪ সেকেন্ড সময়। নড়াইলের বন্যা খাতুন ১৪.২০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। তৃতীয় হয়েছেন একই জেলার রিম্পা খাতুন ১৪.৪০ সেকেন্ড সময় নিয়ে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো: জাহিদ আহসান রাসেল,এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর ও হেড অফ দ্য গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার(ডন)। আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের ক্রীড়াদূত জোবেরা রহমান লিনু, ফেডারেশনের সাধারন সম্পাদক মো: ইব্রাহিম চেঙ্গিস, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো: ইয়াহিয়া, ফেডারেশনের সহসভাপতি মো: শাহ আলম ও সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ খান বাবুলসহ আরও অনেকেই।

বাংলাদেশ সময়: ২১:৪৪:১০   ৪৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ