আগস্টে আসছে আইফোন-৬

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আগস্টে আসছে আইফোন-৬
শনিবার, ১০ মে ২০১৪



apple_sm_129021153.jpgবঙ্গ-নিউজঃ নির্ধারিত সময়ের এক মাস আগেই আইফোন-৬ বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে অ্যাপল। সম্প্রতি বাজারে আসা প্রতিযোগী স্যামসাং ও এইচটিসি’র হ্যান্ডসেটেগুলোর ব্যাপক সাফল্যের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।অসমর্থিত সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার এ খবর প্রকাশ করেছে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সেপ্টেম্বরে নয়, এক মাস আগে অর্থাৎ আগস্টেই বাজারে আসছে আইফোন-৬।

এর আগে, সেপ্টেম্বরে আইফোন-৬ বাজারে আনার কথা জানায় অ্যাপল। নতুন এ হ্যান্ডসেটের পর্দা ৪ দশমিক ৭ ইঞ্চি হবে বলে ধারণা করা হচ্ছে।

আইফোন-৬ এর চিপ তৈরির কাজ দেওয়া হয়েছে বিশ্বের বৃহৎ চিপ তৈরিকারক প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি)।

ইতোমধ্যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন এবং পেগাট্রনকে এ বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে অ্যাপল। জুনের শেষ দিকে তারা এ হ্যান্ডসেটের অ্যাসেম্বল কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, সেপ্টেম্বরের দিকে ৫ দশমিক ৫ ও ৫ দশমিক ৬ ইঞ্চি পর্দার আইফোন-৬ হ্যান্ডসেট বাজারে ছাড়া হতে পারে।

বিশ্ববাজারে দু’টি পর্দার ৮ কোটি করে হ্যান্ডসেট বিক্রি হবে বলে আশা করছে অ্যাপল।

২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন-৫ বাজারে আনে অ্যাপল। এরপর ২০১৩ সালে সর্বশেষ আইফোন-৫এস ও ৫সি বাজারে আনে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৩:১২:৫৪   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ