আদায় হলে আয়কর-ই হবে রাজস্ব আয়ের প্রধান উৎস

Home Page » অর্থ ও বানিজ্য » আদায় হলে আয়কর-ই হবে রাজস্ব আয়ের প্রধান উৎস
বুধবার, ৭ মে ২০১৪



মাহবুব, বঙ্গ-নিউজঃ  আসছে ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আয়ের প্রধান খাত হবে আয়কর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন । আজ সকালে রাজধানীর ইস্কাটনের বিসিএস কর একাডমি ভবনে ই-টিআইএন সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চলতি অর্থবছরে করের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদ ব্যক্ত করে গোলাম হোসেন বলেন, চলতি অর্থবছরে আয়কর থেকে ৩৮%, মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে ৩৫% এবং শুল্ক থেকে ২৭-২৮% রাজস্ব আদায় সম্ভব হবে।
তিনি বলেন, ২০১৩ সালের জুন মাসে ই-টিআইএন এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বর্তমানে রেজিস্ট্রেশন হয়েছে ৯ লাখ, যার মধ্যে পুরাতন করদাতা ৬ লাখ ও নতুন যুক্ত হয়েছে ৩ লাখ। তিনি আরো বলেন, ‘আয়কর খাত থেকে আগামী অর্থবছরে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি আমরা।

অনুষ্ঠানে ২০১৫ সালের জুন মাস থেকে করদাতারা অনলাইনের মাধ্যমে কর প্রদান করতে পারবেন বলেও জানান তিনি। এনবিআর দেশের প্রথম অটোমেশন প্রক্রিয়ার কাজ শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি । উল্লেখ্য, সদ্য উদ্বোধন করা ই-টিআইএন সার্ভিস সেন্টারে ৯ জন কম্পিউটার আপারেটর ও দুইজন কর্মকর্তা রয়েছেন, যাদের পক্ষে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ করদাতাকে সেবা দেওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১৩   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ