র‍্যাবের অভিযান সম্পর্কে আগে থানাকে অবহিত করতে হবে

Home Page » আজকের সকল পত্রিকা » র‍্যাবের অভিযান সম্পর্কে আগে থানাকে অবহিত করতে হবে
সোমবার, ৫ মে ২০১৪



image_40005_0.jpgডেস্কঃঅতি জরুরি প্রয়োজনে সাদা পোশাকে অভিযান চালানো যাবে, তবে কোন অবস্থায় থানায় নির্ধারিত কোন সিভিল টিম রাখা যাবে না। র্যাব কোথাও অভিযান চালালে সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। সাদা পোশাকে কোথাও অভিযান চালালে, তার আশপাশে ইউনিফর্ম পরিহিত পুলিশ থাকতে হবে। সাদা পোশাকে অভিযানে অংশ নেয়া প্রত্যেক পুলিশ সদস্যকে পরিচয়পত্র রাখতে হবে। কেউ সন্দেহ প্রকাশ করলে তাকে পরিচয়পত্র দেখাতে হবে। র্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিটগুলোকে নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন করতে হবে। অপহরণ ও গুম সংক্রান্ত মামলা বা এ সংক্রান্ত অভিযোগ দ্রুত তদারকি করে নিষ্পত্তি করতে হবে। আর এসব বিষয় কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোন ধরনের গাফিলতি অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রবিবার পুলিশ সদর দফতরে ত্রৈমাসিক অপরাধ সভায় এসব নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশের অন্যান্য ইউনিটের প্রধান ও পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।সভার শুরুতে পুলিশ সদর দফতরের ডিআইজি (অপরাধ) হেলাল উদ্দিন বদরী গত তিন মাসের (জানুয়ারি-মার্চ) অপহরণ, খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশু পাচার, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ইত্যাদিসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

বৈঠক সূত্র জানায়, থানা পুলিশের সিভিল টিম নিয়ে নানা বিতর্ক ওঠার কারণে পুলিশ প্রধান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিশেষ প্রয়োজনে সাদা পোশাকে পুলিশ অভিযান চালাবে। তবে কোন অবস্থায় থানায় কোন নির্ধারিত সিভিল টিম থাকতে পারবে না। তিনি বলেন, অপরাধী অপরাধীই, কেউ আইনের ঊর্ধ্বে নয়। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু রাখতে হবে।

সভায় আইজি দেশব্যাপী অপহরণের মামলাসমূহের মোটিভ নির্ধারণ এবং প্রতিটি মামলায় ঊর্ধ্বতন কর্মকর্তার নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দেন। এ নিয়ে কোন ধরনের গাফিলতি প্রশয় দেয়া হবে না।

সূত্র জানায়, বৈঠকে জামায়াত-শিবিরের হামলার ঘটনায় দায়েরকৃত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তিনি পাসপোর্ট, চাকরি সংক্রান্ত পুলিশ ভ্যারিফিকেশনে স্বচ্ছতা আনার উপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধ ও মহাসড়কে নিরাপত্তা বাড়ানোর উপরও প্রয়োজনীয় নির্দেশ দেন।

তিনি জঙ্গিবাদ, চাঁদাবাজি, নারী ও শিশু পাচার, খুন, ছিনতাই, অপহরণ ইত্যাদি অপরাধ সম্পর্কে সতর্ক ও সজাগ থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

আইজিপি বলেন, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিগত বছরে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশ সদস্যরা চরম ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। অনেকে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগ ভবিষ্যতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।

সূত্র জানায়, সভায় মামলা দ্রুত নিষ্পত্তিকরণ, মোবাইল কোর্ট পরিচালনা এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্পেশাল ব্রাঞ্চ এবং সিআইডির কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫২:৫০   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ