বীরকন্যা প্রীতিলতার ১০৩তম জন্মবার্ষিকী আজ

Home Page » আজকের সকল পত্রিকা » বীরকন্যা প্রীতিলতার ১০৩তম জন্মবার্ষিকী আজ
রবিবার, ৪ মে ২০১৪



image_39770_0.jpgডেস্করিপোর্টঃআগামীকাল ৫ মে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৩তম জন্মবার্ষিকী।
১৯১১ সালের এইদিনে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার তত্কালীন চট্টগ্রাম মিউনিসিপ্যাল করপোরেশনের চাকরিজীবী ছিলেন। কিন্তু কন্যার বিপ্লবী ভূমিকার কারণে এক সময় সামান্য বেতনের চাকরিটি তিনি হারান। তখন তাঁর মা প্রতিভা ওয়াদ্দেদার ধাত্রীর কাজ করে কোোন রকমে সংসার চালিয়েছেন। প্রীতিলতা পরিজন নিয়ে চট্টগ্রাম নগরীর হেমসেন লেনে- একটি মাটির গুদাম ঘরে থাকতেন।চট্টগ্রাম খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী প্রীতিলতা ১৯২৭ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর ঢাকা ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন। পরে তিনি কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনশাস্ত্রে ডিস্টিংকশনসহ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

স্কুলে পড়া অবস্থায় মাস্টারদা সূর্য সেনের সান্নিধ্যে এসে প্রীতিলতা দেশমাত্রিকার মন্ত্রে উজ্জীবিত ও দীক্ষিত হন। এরই ধারাবাহিকতায় তিনি আত্মাহুতিও দিয়েছিলেন। মাস্টারদার নির্দেশে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে সামরিক পোশাকে বীরাঙ্গনা প্রীতিলতা মৃত্যুভয়হীন কিছু তরুণকে সাথে নিয়ে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর ঝাঁপিয়ে পড়েন।

সফল অপারেশনের পর প্রত্যাবর্তনকালে হঠাৎ একটি গুলি এসে তার বুকে বিঁধে। মাটিতে লুটিয়ে পড়লে দেশপ্রেমের অটল মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।

প্রীতিলতার ১০৩তম জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে তাঁর জন্মস্থান ধলঘাটে আগামীকাল দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইফতিখার উদ্দিন চৌধুরী। বিকেল ৪টায় আলোচনা পর্বে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ সময়: ২২:৫০:০০   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ