গাজীপুরে মানবাধিকার কর্মীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাই

Home Page » জাতীয় » গাজীপুরে মানবাধিকার কর্মীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাই
রবিবার, ৪ মে ২০১৪



কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ 2014_may-04_may-badol_bg_614327142.jpgগাজীপুরে রাস্তার পাশে মানবাধিকার কর্মীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ৩টার দিকে গাজীপুর সদর জয়দেবপুর থানায় এ বিষয়ে দায়ের করা একটি মামলার এজাহার থেকে এ তথ্য জানা যায়।এজাহার থেকে জানা যায়, গাজীপুর মহানগরের শিমুলতলী এলাকায় ৩০ এপ্রিল বিকেল ৩টার দিকে রাস্তার পাশে কতিপয় দুর্বৃত্ত, সিকিউরিটি প্রিন্টিং প্রেসের কর্মচারী বদিউজ্জামান বাদলকে (৩৮) পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ সময় বদিউজ্জামানকে বাঁচাতে ভাগ্নে মানবাধিকার কর্মী এমদাদ হোসেন (৩৬) এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও আক্রমন করে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা দুইজনকে রক্তাক্ত জখম করে বাদলের সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

মামলার বাদী ও আহত বদিউজ্জামানের স্ত্রী জেনিয়া সুলতানা জানান, আসামিরা কয়েকদিন আগে তার স্বামীকে অপহরণ করে। দুইদিন পর তাদের সঙ্গে লিঁয়াজো করে স্বামীকে ফিরিয়ে আনা হয়। মামলা মোকাদ্দমার ঝামেলা থেকে রেহাই পেতে অপহরণের ঘটনা পুলিশকে জানানো হয়নি। ঘরে ফেরার পর পুনরায় আক্রমন করায় এবার মামলা করা হয়েছে।

রোববার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জয়দেবপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩৫   ২৯০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ