মানববন্ধনে বিসিএইচআরডি কোনো অবস্থাতেই সাদা পোশাকে গ্রেপ্তার নয়

Home Page » আজকের সকল পত্রিকা » মানববন্ধনে বিসিএইচআরডি কোনো অবস্থাতেই সাদা পোশাকে গ্রেপ্তার নয়
রবিবার, ৪ মে ২০১৪



image_39496_0.jpgডেস্করিপোর্টঃসাদা পোশাকে আসামি ধরার সুযোগে বাড়ছে অপহরণ। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার না করার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট (বিসিএইচআরডি)।রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অপহরণ, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি এ দাবি জনায়।

এসময় সংগঠনের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় অপরহণ, খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে একটি কমিটি গঠন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

মানববন্ধনে বাংলাদেশ পিস মুভমেন্টের সভাপতি প্রফেসর আতাউর রহমান বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা এ কোন দুঃসময় অতিক্রম করছি, যেখানে নেই কারো জীবনের নিরাপত্তা! সকালে বাসা থেকে বের হলে রাতে ফিরতে পারব কি না তারও কোনো নিশ্চয়তা নেই।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক কারণে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে, বিনাবিচারে আটক রাখা হচ্ছে মাসের পর মাস, যা সংবিধান বহির্ভূত।’ এছাড়াও মানবাধিকারের কথা স্পষ্ট বলা হলেও বাস্তবে তার কোনো প্রয়োগ নেই।’

সংগঠনের নির্বাহী পরিচালক মো. মাহবুল হক বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যা প্রতিদিন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ হচ্ছে। সব দেখে-শুনে মনে হচ্ছে আমরা যেন একটি প্রান্তিক সীমানায় অবস্থান করছি।’

তিনি আরও বলেন, ‘এই পরিবেশের জন্য দায়ি রাজনৈতিক দল। তাদের অনধিকার ও অপরাজনৈতিক চর্চার কারণে দিনদিন এ ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে, যা বিশ্বের দরবারে আমাদের হেয় প্রতিপন্ন করছে।’

বাংলাদেশ সময়: ১২:১৪:৪৭   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ