আফগানিস্তানে বাদাখশান প্রদেশে ভূমিধসে নিহত ৩৫০, নিখোঁজ শতাধিক মানুষ

Home Page » প্রথমপাতা » আফগানিস্তানে বাদাখশান প্রদেশে ভূমিধসে নিহত ৩৫০, নিখোঁজ শতাধিক মানুষ
শনিবার, ৩ মে ২০১৪



image_79819_0.jpgবঙ্গ-নিউজ ডেস্কঃমাজার-ই-শরিফ: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকার একটি প্রত্যন্ত গ্রামে এক ভয়াবহ ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যায় বড় ধরনের রদবদল হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্বে বাদাখশান প্রদেশে। প্রবল বৃষ্টির ফলে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে শত শত বাড়ি মাটি-পাথরের নিচে চাপা পড়েছে। আফগানিস্তানে জাতিসংঘের মিশন জানিয়েছে, ‘নিহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গিয়েছে। এই সংখ্যায় বড় ধরনের রদবদল হতে পারে।’ শুরু হয়েছে উদ্ধারকাজ।

এর আগে বাদাখশানের প্রাদেশিক ডেপুটি গভর্নর গুল মোহাম্মাদ বাইদার জানান, ২৫০-৪০০ জন নিখোঁজ রয়েছেন। ৩৫০-৪০০টি বাড়ি ধসে গিয়েছে। প্রবল বৃষ্টির কারণে ঘটেছে এই ভূমিধসের ঘটনা। তিনি বলেন, এ ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছে তা জানা যায়নি তবে, মৃতের সংখ্যা অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরিভিত্তিতে সরকারি কর্তারা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গেছে। তাজিকিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি দূরবর্তী প্রদেশ হলো বাদাখশান।

এদিকে, আফগান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মুহাম্মাদ দায়িম বলেছেন, আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে, আরগো অঞ্চলের আব বারিক গ্রামে প্রায় ৬০০পরিবার ছিল। ওই এলাকায় গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। এরই ফলে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ২৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত এবং ৩০০-৫০০জন নিখোঁজ হয়েছে।- সংবাদ সংস্থা।

বাংলাদেশ সময়: ৯:০০:৪০   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ