স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডাকলেন প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডাকলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১ মে ২০১৪



04_nazrulislamdeathnarayanganj_3004140012.jpgরাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃ নারায়ণগঞ্জে অপহৃত ছয়জনের লাশ উদ্ধারের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, প্রবীণ আইনজীবী চন্দন কুমার সরকারসহ ছয়জনের ভাসমান লাশ পাওয়ার পর রাতে প্রতিমন্ত্রীকে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী।গণভবন থেকে বেরিয়ে আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত কঠোর। এর সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করা হবেই।”

তবে একসঙ্গে সাতজনকে অপহরণের পর হত্যার পরও তা সরকারের জনপ্রিয়তার ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এতে সরকারের জনপ্রিয়তা কমবে কেন?”

একটি মামলায় হাজিরা দিয়ে গত রোববার নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অপহৃত হন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর নজরুলসহ পাঁচজন।

নজরুলের গাড়ির পেছনে আদালতপাড়া থেকে গাড়ি নিয়ে বের হওয়া আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও সেদিন থেকে নিখোঁজ ছিলেন।

বুধবার শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় নজরুল ও চন্দনসহ ছয়জনের লাশ পাওয়া যায়। নজরুলের গাড়িচালক জাহাঙ্গীরের সন্ধান এখনো মেলেনি।

নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি স্বামী অপহরণের পরপরই এজন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিনের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।

নজরুলের পরিবারের করা মামলায় তাদের আসামিও করা হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যাদের নাম এসেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।”

অপহরণের দিন নূর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নজরুলের স্ত্রীর অভিযোগ অস্বীকার করে বঙ্গ-নিউজ ডটকমকে বলেছিলেন, “আমি এই ঘটনায় কোনোভাবে সম্পৃক্ত নই।”

এই ঘটনায় পুলিশের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিমন্ত্রী বলেন, “এটা রাজনৈতিক কারণে ঘটেনি। যতদূর জেনেছি, জমিজমাসহ বিভিন্ন বিষয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে।”

বাংলাদেশ সময়: ০:৩৬:২১   ৩৫৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ