মোদিকে সংখ্যালঘুদের ভয় পাবার যথেষ্ট কারণ রয়েছে : অমর্ত্য সেন

Home Page » আজকের সকল পত্রিকা » মোদিকে সংখ্যালঘুদের ভয় পাবার যথেষ্ট কারণ রয়েছে : অমর্ত্য সেন
বুধবার, ৩০ এপ্রিল ২০১৪



image_38491_0.jpgডেস্কঃবিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে ভারতের পরবর্তী হিসেবে দেখতে চান না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি মনে করেন, মোদিকে ভারতের সংখ্যালঘুদের ভয় পাবার যথেষ্ট কারণ রয়েছে। দীর্ঘ এক দশকের ব্যবধানে এবার অমর্ত্য সেন বুধবার বোলপুর কেন্দ্রে ভোট দিয়েছেন। এর আগে তিনি ২০০১ সালের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। তবে ভোটার তালিকা থেকে তার নাম বাদ চলে গিয়েছিল। এবার তিনি আগে ভাগেই ভোটার তালিকায় নামও তুলেছিলেন। গত বছরের জুলাইয়ে অমর্ত্য সেন প্রথম জানান যে, মোদিকে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে চান না। মোদির মধ্যে ধর্মনিরপেক্ষতার কোনও প্রতিফলন নেই বলেও তিনি মন্তব্য করেছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে মঙ্গলবার এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, এবারের নির্বাচনে প্রধান বিষয় হল ধর্মনিরপেক্ষতা। এটা ঠিক যে একজন বিচারক মোদিকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু এখনও অনেক অভিযোগই পেশ করা হয় নি। আর তাই মোদীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে সংখ্যালঘুরা যদি আতঙ্কিত হয় তাহলে বুঝতে হবে এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। অবশ্য অনেক উচ্চস্তরে আসিন মুসলিমরা এর সঙ্গে একমত নন। তাদের অনেকে মোদীর সঙ্গে যোগও দিয়েছেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছি। আমি ভোট দিতে পারছি বলে খুব খুশি। সেইসঙ্গে এটাও খুশির যে কোনও রকম বিধি না ভেঙ্গেই রাজনৈতিক আলোচনা করতে পারছি।
অমর্ত্য সেন জানান, বিজেপি নেতা এল কে আদভানি, যশবন্ত সিং, যশবন্ত সিনহা প্রমুখ নেতাদের সঙ্গে আলোচনা করে আমি বুঝেছি যে, শিক্ষা, বিশেষ করে স্কুল শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাদের কিছু বোঝার সমস্যা রয়েছে। কিন্তু মোদীর কর্মসূচিতে এই ধরণের কোনও বোঝার ব্যাপার নেই। তার বিরুদ্ধে আমেরিকার নাগরিক হয়ে ভারতের ব্যাপারে মন্তব্য করা নিয়ে যে অভিযোগ তোলা হয় তার জবাব দিতে গিয়ে তিনি জানান, তিনি তার ভারতীয নাগরিকত্ব কোনও দিনই ছেড়ে দেন নি। তিনি আমেরিকার নাগরিকত্বও নেন নি।
নোবেলজয়ী অর্থনীতিবিদ জানিয়েছেন, উন্নয়নের প্রশ্নে ভারত এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। তাই এবারের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুর্নীতির মত নিরক্ষরতাও নির্বাচনে কেন ইস্যু হয় না? কেন ভারতে সার্বিক স্বাস্থ্যপরিষেবা থাকবে না? মোদীর অর্থনীতি প্রসঙ্গে বলতে গিয়ে অমর্ত্য সেন বলেন, প্রথম নজর দেওয়া দরকার শিক্ষা এবং মানব সম্পদের উপর। কংগ্রেস অনেক কথা বলেছে। তারা প্রতিশ্রুতিও দিয়েছে। আম আদমি পার্টিও প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই মুহূর্তে ভারতে কোনও আইডিয়াল পার্টি নেই। তবে তিনি মনে করেন, সামগ্রিকভাবে ভারতের অর্থনীতি অনেক উন্নতি করেছে।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৫৯   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ