আইপিএলে প্রথম সুপার ওভার রোমাঞ্চ উপহার দেন সাকিব।

Home Page » ক্রিকেট » আইপিএলে প্রথম সুপার ওভার রোমাঞ্চ উপহার দেন সাকিব।
বুধবার, ৩০ এপ্রিল ২০১৪



image_78751shakib.jpg
বঙ্গ-নিউজ ডটকমঃ আইপিএলে প্রথম সুপার ওভার রোমাঞ্চটিও ‘টাই’। তবে বেশি বাউন্ডারি হাঁকানোয় সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জিতেছে রাজস্থান রয়্যালস।
রাজস্থানের পক্ষে সুপার ওভারটি করেন জেমস ফকনার। তার ওভারে ১১ রানের বেশি নিতে পারেননি সাকিব, মনিশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব।
সুনীল নারায়ণের করা ওভারে ১১ রানই করেন স্টিভেন স্মিথ ও অধিনায়ক শেন ওয়াটসন। সুপার ওভারও ‘টাই’ হওয়ায় বেশি বাউন্ডারি হাঁকানোয় দুই পয়েন্ট পেয়েছে রাজস্থান।
৫ ম্যাচে খেলা এটি রাজস্থানের তৃতীয় জয়। অন্যদিকে সমান খেলায় কলকাতার তৃতীয় হার।
আগের দুই ম্যাচে না খেলা সাকিব ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে নেন এক উইকেট। বাঁহাতি এই স্পিনারের শিকার মর্নে মরকেলের এক ওভারে চারটি চার হাঁকানো সঞ্জু স্যামসন।

সাকিব মাঠে নামার সময় ৩৮ বলে ৬৫ রান প্রয়োজন ছিল কলকাতার। সেখান থেকে ১২ বলে ১৬ রানের প্রয়োজনীয়তার সামনে নিয়ে এসেছিলেন দলকে।

অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের শঙ্কায় পড়লেও ১৮ বলে তিন চারের সাহায্যে সাকিবের অপরাজিত ২৯ রানের সৌজন্যে হার এড়ায় কলকাতা। দুই দলের স্কোর সমান হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।
প্রথম বলে চার মেরে দারুণ শুরু করা সাকিব ৩ বলে ৫ রানের প্রয়োজনীয়তার সামনে নিয়ে এসেছিলেন দলকে। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে একটি ওয়াইড না দিলেও দুটি করে দুই নিয়ে প্রথম সুপার ওভার রোমাঞ্চ উপহার দেন সাকিব।

বাংলাদেশ সময়: ১২:২৮:৪২   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ